সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বেতনের দাবিতে সাতক্ষীরা পৌরসভায় ময়লার গাড়ি নিয়ে অবস্থান

সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ময়লার গাড়ি রেখে অবস্থান কর্মসূচি পালন করছেন। ছবি : কালবেলা
সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ময়লার গাড়ি রেখে অবস্থান কর্মসূচি পালন করছেন। ছবি : কালবেলা

সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বকেয়া বেতনের দাবিতে পৌরসভার মধ্যে ময়লার গাড়ি রেখে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৩ আগস্ট) সকালে শহরের বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো নিয়ে পৌরসভার মধ্যে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান নেয় পরিচ্ছন্নতা কর্মীরা।

এতে নাগরিক সেবা নিতে ভোগান্তির শিকার হন পৌরসভার সেবা প্রত্যাশীরা। পরে পুলিশের উপস্থিতিতে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অবস্থান কর্মসূচিতে নেতৃত্বদেন, সাতক্ষীরা পৌরসভার সুইপার ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সুইপার ইউনিয়নের সহ-সভাপতি নুজরুল ইসলাম, সদস্য গণেশ মণ্ডল, তরিকুল ইসলামসহ পরিচ্ছন্নতা কর্মীরা।

আন্দোলনকারীরা জানান, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশিতির বিরুদ্ধে নাশকতার মামলায় হওয়ায় গত ২ আগস্ট সাময়িকভাবে বরখাস্ত হন। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান কাজী ফিরোজ হাসান। পরে মেয়র চিশতি জামিনে মুক্তি পাওয়ার পরে পুনরায় দায়িত্বগ্রহণ করেন। কিন্তু মেয়র চিশতি পৌরসভায় ঠিকমতো না আসায় পরিচ্ছন্নতা কর্মীরা বেতন পাচ্ছে না।

পৌরসভার সুইপার ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন বলেন, সামান্য বেতনের আমরা চাকরি করি। এরপরেও যদি দুই মাস বেতন বন্ধ থাকে তাহলে এই দ্রব্যমূল্যর বাজারে আমরা কিভাবে চলবো।

তিনি আরও বলেন, এখন দোকান থেকেও আমাদেরকে আর মালামাল বাকি দিচ্ছে না, পরিবার পরিজনদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বেতন না দেওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান।

সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা কঠোর পরিশ্রম করে পৌরসভা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। তাদেরকে সামান্য পরিমাণ বেতন দেওয়া হয়। কিন্তু গত দুইমাস তাদেরকে কোন বেতন-ভাতা দেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে আমি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেয়, পরে মেয়র সাহেব জামিনে মুক্তি পাওয়ার পরে পৌরসভায় আসলে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু মেয়র সাহেব পৌরসভায় এক-দুইদিন আসার পরে আর আসেনি। একারণে কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হয়নি। মেয়র মহোদয়ের সাথে কথা বলে যতদ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করবো।

তবে এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

১০

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

১১

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

১২

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

১৩

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

১৪

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১৫

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১৬

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১৭

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৮

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৯

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

২০
X