লালমনিরহাটে একটি মসজিদের হঠাৎ অস্বাভাবিক গরমে উত্তপ্ত হয়ে ওঠায় নামাজ আদায় বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এছাড়া ঘটনা তদন্তে ৯ সদস্য কমিটিও গঠন করেছে জেলা প্রশাসন।
লালমনিরহাট জেলা শহরের গোশালা রোড বাটা মোড় এলাকায় মসজিদে খাজা বাবা নামে একটি মসজিদে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ২০ আগস্ট দুপুরে নামাজ আদায়ের সময় ওই মসজিদের ভিতরের মেহরাবসহ ১০ থেকে ১৫ ফিট জায়গা জুড়ে মেঝে অস্বাভাবিক গরম হয়ে উঠে। সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করা অসম্ভব হয়ে পড়ে। পরে মুসল্লিরা মসজিদ থেকে দ্রুত বের হয়ে যান। খবর পেয়ে দুর্ঘটনা এড়াতে নামাজ আদায় বন্ধ করে দেয় লালমনিরহাট ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। মসজিদটি ঝুঁকিপুর্ণ হওয়ায় বারান্দায় নোটিশ টানিয়ে দেওয়া হয়।
অপরদিকে লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য পৌর মেয়র রেজাউল করিম স্বপনকে প্রধান করে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।
লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বলেন, খবর পাওয়ার পরেই মসজিদটি তালা বন্ধ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। তদন্ত চলমান আছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
মসজিদ সংলগ্ন চায়ের দোকানদার ওই মসজিদের মুসল্লি মজিবর রহমান জানান, মসজিদের মেঝে অস্বাভাবিক উত্তপ্ত হয়। দাঁড়িয়ে নামাজ আদায় করা যায় না। বর্তমানে মসজিদটি বন্ধ রয়েছে।
ওই মসজিদের আরেক মুসল্লি বই ব্যবসায়ী বাদশা মিয়া জানান, মুসল্লিরা নামাজ আদায়ের সময় হঠাৎ অস্বাভাবিক গরম অনুভব করে। প্ররে দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায়। বর্তমানে সেখানে নামজ আদায় বন্ধ আছে।
ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে মসজিদে প্রবেশ বন্ধ করে জেলা প্রশাসক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন