খুলনা ব্যুরো
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কেট মালিকের কাছে যুবদল নেতার টাকা দাবি, অডিও ভাইরাল

খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাগর। ছবি : সংগৃহীত
খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাগর। ছবি : সংগৃহীত

খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে পুড়ে যাওয়া অস্থায়ী মার্কেট মালিকের সঙ্গে খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাগরের টাকা দাবির একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। সেখানে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দেওয়ার কমিটমেন্ট না রাখায় মার্কেট মালিককে ধমক দিতে শোনা গেছে।

এর আগে গত ১৯ মার্চ আগুনে খুলনা নগরীর পিকচার প্যালেস সুপার মার্কেটটি পুড়ে যায়। মার্কেট মালিকের সঙ্গে খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাগরের ফোনালাপটি কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছে।

১ মিনিট ৫৪ সেকেন্ডের অডিওতে ফোনালাপের শুরুতে মার্কেট মালিক রাসেল মিয়াকে উদ্দেশ করে সাগর বলেন, ‘তুমি আমার সঙ্গে যোগাযোগ করছো না, এটা কি ঠিক হচ্ছে তোমার?’

উত্তরে ব্যবসায়ী বলেন, ‘ভাই, আমি আছি খুব বিপদে।’

তখন সাগর বলেন, ‘তুমি আমারে বলছো টাকা দিয়ে যাবে, তুমি পাঁচ মাসেও আমার সঙ্গে যোগাযোগই করলে না। এটা তোমার কাছে আমি প্রত্যাশা করি?’

ব্যবসায়ী বলেন, ‘ভাই টাকা ইনকাম করাই এখন কঠিন হয়ে গেছে।’

সাগর বলেন, ‘কেন, ইনকাম কঠিন হয়ে গেল কেন? তুমি আমারে প্রথমে বললা ৫০ হাজার করে দিবা পিকচার প্যালেস থেকে। সেদিন বললে, ভাই ৩০ হাজার করে দিব। একটা টাকাও দিলা না। তুমি তো মেলা করতেছো।’

তখন ব্যবসায়ী বলেন, ‘আমি মেলা করছি না। মন্টুর মেলায় কয়েকটি স্টল দিয়েছি।’ এরপর আরও কিছু কথা হয় দুজনের মধ্যে। শেষে সাগর বলেন, ‘যাই হোক তুমি আমার সঙ্গে যে কমিটমেন্ট করেছো সেটা কি রাখবা, না রাখবা না? সেটা বললেই হয়ে যায়।’

তখন ব্যবসায়ী বলেন, ‘এখন পিকচার প্যালেসের যে অবস্থা, আছি খুব বিপদে। দোকানদারদের বেচাকেনা কম। টাকা-পয়সা ঠিকমতো দিতে পারছে না। আমিও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না।’

গত ১৯ মার্চ ভোরে আগুনে অস্থায়ী ওই মার্কেটের ৪৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জায়গা ভাড়া নিয়ে এক বছর আগে অস্থায়ী মার্কেট তৈরি করেন ব্যবসায়ী রাসেল মিয়া। তিনি শহরে মেলা রাসেল নামে পরিচিত।

নাজমুল হুদা সাগর খুলনা মহানগর যুবদলের সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক। যুবদলের এ কমিটির সভাপতি মাহাবুব হাসান পিয়ারু গত ২৩ মার্চ রাতে মুক্তিপণের দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাগর এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান।

জানতে চাইলে ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, আমি শেষ হয়ে গেছি। পথে বসে গেছি। আমারে আর শেষ কইরেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আর্জেন্টিনা-ব্রাজিলও খেলবে নেশনস লিগ!

রাতে আলো জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর? যা বলছে গবেষণা

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

ঢাবির ফার্মেসি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

১১

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন

১২

মামলা করলেন ‘কেজিএফ’ তারকা যশের মা

১৩

শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে জকসু নির্বাচনে প্রার্থী সাজ্জাদ

১৪

‘সোলজার’ সিনেমায় রাকিন 

১৫

গাজীপুরে কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

১৬

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরসনে কর্মপরিকল্পনা যাচাই সভা

১৭

ব্রাকসুর তপশিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

১৮

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস

১৯

জকসুতে স্বতন্ত্র হিসেবে জিএস পদে লড়বেন বাঁধন সভাপতি মাবুদা

২০
X