বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
মিঠু দাস জয়, সিলেট
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে সম্প্রীতির রাজনীতি কি অতীত হতে চলেছে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজনৈতিক সহাবস্থানের এক অনন্য উদাহরণ ছিল সিলেট। প্রায় সব রাজনৈতিক দলের প্রধানরা জাতীয় নির্বাচনের প্রচার শুরু করতেন হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনার পবিত্র স্থানও সিলেট।

অতীতে এখানে রাজনৈতিক ভিন্নমত ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু হিংসা-মারামারি ছিল না। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে দেশের অনেক জায়গায় সহিংস কর্মকাণ্ড সংঘটিত হলেও সিলেট ছিল ব্যতিক্রম। এখানে পুরোপুরি শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

কিন্তু বুধবার (২ এপ্রিল) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং তার প্রতিক্রিয়ায় স্থানীয় বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনার পর স্থানীয়দের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে, সিলেটে এতদিনকার সম্প্রীতির রাজনীতি কি অতীত হতে চলেছে? এটাকে সিলেটের রাজনীতির চিরায়ত সৌন্দর্যের অশনিসংকেত হিসেবেও দেখছেন কেউ কেউ।

গত বুধবার সকালের দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয় নগরীতে। ধোপাদিঘীরপারের সিটি করপোরেশন জামে মসজিদের সামনে থেকে বের হওয়া মিছিল থেকে উসকানিমূলক স্লোগান, কিছু স্থানে দেয়ালচিত্র মুছে ফেলা ও ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটে। চলে ব্যাপক ভাঙচুর, জিনিসপত্র লুটপাট। এর প্রতিক্রিয়ায় বিকেলে ছাত্রদল নগরীতে পাল্টা মিছিল বের করে।

এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মদিনা মার্কেটের পাঠানটুলা এলাকায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় মুখোশধারীরা হামলা চালায়। তারা বাসার আসবাবপত্র ভাঙচুর করে এবং একটি অংশে আগুন ধরিয়ে দেয়। একই সময় আম্বরখানায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। এ ছাড়া মেজরটিলায় আওয়ামী লীগ সমর্থিত সিটি কাউন্সিলর রুহেল আহমেদের বাসা ও সাবেক ছাত্রলীগ নেতা সাফায়াত খানের বাসায়ও হামলার ঘটনা ঘটে।

এসব ভাঙচুরের ঘটনায় বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তবে বিএনপি বলছে, এটি ছিল সাজানো নাটক, একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

সিলেটের সম্প্রীতির রাজনীতি পরিবেশ নষ্ট করার দায় বিএনপিকে নিতে হবে মন্তব্য করে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান কালবেলাকে বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকারের শাসনামলে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, মব জাস্টিস, আদালত প্রাঙ্গণে নেতাকর্মীদের লাঞ্ছনা করার কোনো ঘটনা ঘটেনি। এটা ঠিক যে, বিএনপি বা অন্যান্য দলের রাজনৈতিক অ্যাক্টিভিটি কিংবা তাদের করা আন্দোলনের কারণে সৃষ্ট মামলা-মোকদ্দমার জেরে প্রশাসনিক হয়রানির ঘটনা ছিল। তবে ব্যক্তিগত আক্রোশ থেকে দলীয়ভাবে কোনো নেতাকর্মীর বাড়িঘরে হামলা বা কারও বিরুদ্ধে হয়রানির ঘটনা ঘটেনি। দলীয় নেতাকর্মীদের বাসায় হামলা ও ভাঙচুরের নিন্দা এবং প্রতিবাদ জানান তিনি।

‘সিলেটে রাজনৈতিক শিষ্টাচার কিংবা সম্প্রীতি নষ্ট হোক এটা আমরা কোনোভাবেই চাই না’ উল্লেখ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল কালবেলাকে বলেন, এটা শুধু সিলেটে নয়, সারা দেশেই রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা নষ্ট করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাণ্ডব চালাচ্ছে, সেটি খুবই দুঃখজনক। আওয়ামী লীগ যদি পুনরায় ফিরে আসে তাহলে রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ যাতে বজায় থাকে সেই চেষ্টা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এ নিয়ে কথা হয় বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদের সঙ্গে। তিনি বলেন, মব জাস্টিসের নামে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কথিত স্বৈরাচারের কুকর্মকে আড়াল করার প্র্যাকটিস শুরু হয়েছে। মব জাস্টিসের নামে নতুন ফ্যাসিস্ট কায়েম করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেটের আহ্বায়ক আব্দুল করিম কিম বলেন, সিলেটের মানুষ বাড়াবাড়ি পছন্দ করে না। তিনি বলেন, শেখ হাসিনা আর কোনো দিন বাংলাদেশে আসতে পারবে, এই আশা করাটা বোকামি। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগকে যেমন নতুন করে ভাবতে হবে, অন্যান্য দলকেও সিলেটের সম্প্রীতির ঐতিহ্যকে সম্মান দেখাতে হবে। নিষিদ্ধ কোনো সংগঠন মিছিল বের করলে সেটা দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু তার প্রতিক্রিয়ায় কারও বাড়িতে বা স্থাপনায় হামলা চালাতে হবে, সেটা তো নয়া বন্দোবস্ত নয়, পুরোনো ফ্যাসিবাদকেই ফিরিয়ে আনা। এই চর্চা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী কালবেলাকে বলেন, সিলেটের সম্প্রীতির রাজনীতি আমরা নষ্ট করতে চাই না। যারা এ রাজনীতি নষ্ট করার সুযোগ দিয়েছে তাদেরই এর দায়দায়িত্ব নিতে হবে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েস বলেন, ভাঙচুরের বিষয়টি আওয়ামী লীগের কূটকৌশল। এটি আমাদের ওপর অপপ্রচার চালানোর একটি কৌশল মাত্র। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করলে সেটি দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। আর তার প্রতিবাদে ছাত্রদলের মিছিল করা যৌক্তিক। তবে ছাত্রদল বা বিএনপি কোনো ভাঙচুরের সঙ্গে জড়িত নয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম কালবেলাকে বলেন, বর্তমান পরিস্থিতি খুবই স্পর্শকাতর। দেশজুড়ে সম্প্রীতির শহর হিসেবে অনন্য নজির হচ্ছে সিলেট। এখানকার সম্প্রীতির রাজনীতি কখনোই নষ্ট হয়নি, বরাবরই ছিল এবং এখনো সেই সম্প্রীতি বজায় রয়েছে। ৫ আগস্টের পর থেকে সিলেটে কোনো সহিংস কর্মকাণ্ড সংঘটিত হয়নি। সবখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতিও সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে ছিল। তবে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাষ্ট্রের বিপক্ষে অবস্থান করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তারা শান্তিপূর্ণ শহরকে অশান্ত করার পাঁয়তারা করছে।

তিনি বলেন, বাসাবাড়িতে হামলা-ভাঙচুর, সহিংস কর্মকাণ্ড, এগুলো কারা করেছে আমরা জানি না। আমরা এসব পছন্দও করি না, এগুলোর পক্ষেও নই। এগুলো দেশের রাজনৈতিক পরিবেশ বা চিত্রের সঙ্গে বেমানান।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, এখন রাজনৈতিক সম্প্রীতিটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যারা এটা সামাল দেওয়ার কথা, তারাই এ ধরনের কাজে তাদের কর্মীদের উৎসাহ দিচ্ছে। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরও একদিন জবাবদিহির আওতায় আসতে হবে। তিনি বলেন, সিলেট এখন আর সম্প্রীতির শহর নয়। আগে ছিল, এখন সম্প্রীতির লেশমাত্র নেই। ৫ আগস্টের পর থেকে যা শুরু হয়েছে, কোনো বিবেকবান মানুষ এগুলো সমর্থন করবে না।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আওয়ামী লীগের নেতাদের বাড়ি পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলায় করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ঘটনায় আমরা এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১০

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১১

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১২

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৩

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১৪

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১৫

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১৬

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১৭

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

১৯

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

২০
X