কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ্ চৌধুরী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গুলজারকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
ঢাকার কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ্ চৌধুরী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গুলজারকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

ঢাকার কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং কোন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আতিকুল্লাহ্ চৌধুরী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ‍বৃহস্পতিবার (২৪ আগস্ট) গুলজার (৫৮) নামের ওই ব্যক্তিকে রাজধানীর সূত্রাপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ দক্ষিণ থানায় আজকের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর এসব তথ্য জানান।

তিনি জানান, ২০১৩ সালের ১০ ডিসেম্বর বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ্ চৌধুরী ইউনিয়ন পরিষদের কাজে হাসনাবাদ এলাকার উদ্দেশ্যে তার নিজ বাসা থেকে বের হন। ওই দিন রাতে তিনি বাসায় না ফেরায় তার পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরের দিন ভুক্তভোগীর ছেলে মো. সাইদুর রহমান চৌধুরী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করেন।

থানায় অবস্থানকালেই মো. সাইদুর রহমান চৌধুরী সংবাদ পান, কোন্ডা ১০ শয্যার হাসপাতালের কাছে পোড়া লাশ পড়ে আছে। সেখানে গিয়ে তিনি আগুনে পোড়া বিকৃত একটি লাশ দেখতে পান।

পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে একটি এটিএম কার্ড ও ইউনিয়ন পরিষদের কাগজপত্র দেখে সাইদুর নিজের বাবাকে শনাক্ত করেন।

এ ঘটনায় ছেলে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় তদন্ত শেষে পুলিশ গুলজার ও তানুসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ২০২০ সালে তাজুল ইসলাম তানু, গুলজার, মো. জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর খাঁ, আহসানুল কবির ইমন, রফিকুল ইসলাম আমিন ওরফে টুন্ডা আমিন, শিহাব আহমেদ শিবু ও মো. আসিফকে মৃত্যদণ্ডাদেশ দেয়।

এর আগে অন্যান্য আসামিরা গ্রেপ্তার হলেও গুলজার, শিহাব আহমেদ শিবু, টুন্ডা আমিন পলাতক ছিলেন।

এদিকে গুলজার গ্রেপ্তারের খবরে নিহত আতিকুল্লাহ্ চৌধুরীর ছেলে ও বর্তমান কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান চৌধুরী বলেন, ‘অন্যান্য পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দণ্ড কার্যকর করার দাবি জানাই। এর মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ফটোকার্ডের বিভ্রান্তি মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে : আবু আশফাক

অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল, অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডকে নেওয়ার ব্যাখ্যায় যা জানাল আইসিসি

গোপনে বাংলাদেশ ছাড়লেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা

বিক্ষোভের পর খামেনির অবস্থান জানাল ইরানের দূতাবাস

১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাম

মিলল কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ

নাঙ্গলকোটে চাঁদাবাজদের কবর রচনা হবে : ইয়াছিন আরাফাত

হোটেল রেডিসন ব্লুতে তারেক রহমানের গাড়িবহর

১০

সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে : শিক্ষা উপদেষ্টা

১১

উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় : ভিসি আমানুল্লাহ

১২

বিশ্বকাপের নতুন সূচিতে বাংলাদেশের নাম মুছে ফেলল আইসিসি

১৩

‘এ দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না’

১৪

যে কারণে সারজিস আলমকে শোকজ

১৫

বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না : আমির খসরু

১৬

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গৃহিণীদের নজর ক্রোকারিজ পণ্যে

১৭

যুক্তরাষ্ট্রে আইসিইর হাতে দুই বছরের শিশু আটক

১৮

নির্বাচনে কারচুপি হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে : হর্ষবর্ধন শ্রিংলা

১৯

জামায়াত জোটে যুক্ত হলো আরও ১ দল

২০
X