কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ্ চৌধুরী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গুলজারকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
ঢাকার কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ্ চৌধুরী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গুলজারকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

ঢাকার কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং কোন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আতিকুল্লাহ্ চৌধুরী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ‍বৃহস্পতিবার (২৪ আগস্ট) গুলজার (৫৮) নামের ওই ব্যক্তিকে রাজধানীর সূত্রাপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ দক্ষিণ থানায় আজকের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর এসব তথ্য জানান।

তিনি জানান, ২০১৩ সালের ১০ ডিসেম্বর বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ্ চৌধুরী ইউনিয়ন পরিষদের কাজে হাসনাবাদ এলাকার উদ্দেশ্যে তার নিজ বাসা থেকে বের হন। ওই দিন রাতে তিনি বাসায় না ফেরায় তার পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরের দিন ভুক্তভোগীর ছেলে মো. সাইদুর রহমান চৌধুরী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করেন।

থানায় অবস্থানকালেই মো. সাইদুর রহমান চৌধুরী সংবাদ পান, কোন্ডা ১০ শয্যার হাসপাতালের কাছে পোড়া লাশ পড়ে আছে। সেখানে গিয়ে তিনি আগুনে পোড়া বিকৃত একটি লাশ দেখতে পান।

পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে একটি এটিএম কার্ড ও ইউনিয়ন পরিষদের কাগজপত্র দেখে সাইদুর নিজের বাবাকে শনাক্ত করেন।

এ ঘটনায় ছেলে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় তদন্ত শেষে পুলিশ গুলজার ও তানুসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ২০২০ সালে তাজুল ইসলাম তানু, গুলজার, মো. জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর খাঁ, আহসানুল কবির ইমন, রফিকুল ইসলাম আমিন ওরফে টুন্ডা আমিন, শিহাব আহমেদ শিবু ও মো. আসিফকে মৃত্যদণ্ডাদেশ দেয়।

এর আগে অন্যান্য আসামিরা গ্রেপ্তার হলেও গুলজার, শিহাব আহমেদ শিবু, টুন্ডা আমিন পলাতক ছিলেন।

এদিকে গুলজার গ্রেপ্তারের খবরে নিহত আতিকুল্লাহ্ চৌধুরীর ছেলে ও বর্তমান কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান চৌধুরী বলেন, ‘অন্যান্য পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দণ্ড কার্যকর করার দাবি জানাই। এর মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংকে চাকরি, থাকছে না বয়সসীমা 

ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ, তানজিদ-শরিফুলরা পেলেন কত টাকা?

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী

অস্ত্রসহ ছাত্রলীগ নেতা উজ্জ্বল আটক

প্রতীক পাওয়ার ২ দিন মাঠ ছাড়লেন প্রার্থী, হতাশ কর্মী-সমর্থক 

সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

চট্টগ্রাম বন্দরে আয়ের ইতিহাস, সেবায় জট

দুর্বৃত্তদের গুলিতে ‘লেদা পুতু’ নিহত

১০

রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১১

জলবায়ু সংকট / আসছে মাথা ঘুরানো গরম, ভয়ংকর কিছু বাস্তবতা

১২

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে পদ হারালেন মাসুদ

১৩

সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী ফুটবলার?

১৪

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৫

পলোগ্রাউন্ড ময়দানে ভাষণ দেবেন তারেক রহমান / ‘স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

১৬

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য

১৭

টিভিতে আজকের যত খেলা

১৮

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

২০
X