নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। চেক প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ।
গতকাল (২৩ আগস্ট) বিকেলে তাকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া।
মডেল থানা সূত্রে জানা যায়, গত বছর কামাল হোসেন নামে একজন বাদী হয়ে তার বিরুদ্ধে ৩০ লাখ টাকার একটি চেক প্রতারণা মামলা করেন। ওই মামলায় নরসিংদী দায়রা জজ (১ম আদালত) চলতি বছরের ১৭ আগস্ট তাকে দোষী সাব্যস্ত করে এনআই এ্যাক্ট ১৩৮ (১) ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তারপর থেকে তিনি পলাতক ছিলেন।
জানা যায়, ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেন একজন ইটভাটা ব্যাবসায়ী। কামাল হোসেন তাঁর ব্যাবসায়িক অংশীদার হওয়ায় ইটভাটায় নিয়মিত কয়লা দিতেন। ওই কয়লার টাকা পরিশোধ করতে গিয়ে তিনি চেক প্রতারণা করেছিলেন।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া বলেন, তাঁর বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সাজা প্রাপ্তিসহ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার রায় ছিল। তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন