কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

বন্ধ হয়ে যাওয়া ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন আজ

আপন-দুলাল নাটকের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
আপন-দুলাল নাটকের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় ‘আপন দুলাল’ নামে একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। কিন্তু স্থানীয় মুসল্লিদের বাধার মুখে তা পণ্ড হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। সুধী মহলের ক্ষোভের মুখে অবশেষে নাটকটি আজ শনিবার মঞ্চস্থ হবে।

শুক্রবার (৪ এপ্রিল) কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন হওয়ার কথা ছিল। এ জন্য মাসখানেক ধরে রিহার্সেল চলছিল এবং এটি ছিল ৫২ বছর ধরে আয়োজিত অনুষ্ঠানের ধারাবাহিক একটি অংশ। প্রতি বছর সংস্কৃতিকর্মীদের আয়োজনে রানীগঞ্জ উদয়ন সংঘ স্থানীয় মাঠে নাটক, গীতিনাট্য, পালাগানের মঞ্চায়ন হয়ে আসছে। এবার ছিল তাদের ৫২তম আসর।

এ বিষয়ে স্থানীয় নাট্যকর্মী খন্দকার শাহাদাত হোসেন বলেন, বুধবার (২ এপ্রিল) রাতে তারা (নাট্যকর্মীরা) রানীগঞ্জ বাজারে বসেছিলেন, তখন রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক, মসজিদের সভাপতিসহ কয়েকজন মুসল্লি তাদের কাছে এসে নাটকটির মঞ্চায়ন বন্ধ করতে বলেন। এরপর বৃহস্পতিবার সকালে নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেলটি ডেকোরেটরের লোকজন এসে খুলে নিয়ে যায়।

বাধার বিষয়ে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক সাংবাদিকদের বলেন, সমাজে একটি খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা নাটক আয়োজক কমিটিকে সেটি অনুষ্ঠিত না করার জন্য অনুরোধ করেন। তারা সমাজের ভালোর জন্য শেষ পর্যন্ত নাটকটি অনুষ্ঠিত না করার সিদ্ধান্ত নেন। এটি শুধু তার বা মুসল্লির পক্ষ থেকে একক সিদ্ধান্ত ছিল না, বরং এটি একটি সম্মিলিত সিদ্ধান্ত ছিল। যেখানে স্থানীয় সমাজের স্বার্থ ও ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এদিকে নাটক মঞ্চস্থ না হওয়ায় স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। দিনভর চলে নানা সমালোচনা। পরে এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে একটি বৈঠক বসে। বৈঠকে বাধাদানকারী পক্ষের সঙ্গে উদয়ন সংঘের নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে শনিবার (৫ এপ্রিল) পূর্বনির্ধারিত মাঠে ‘আপন দুলাল’ মঞ্চস্থের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেন, নাটক মঞ্চস্থ হওয়া নিয়ে কয়েকটি গণমাধ্যম অতিরঞ্জিত খবর প্রকাশিত হয়েছে। মূলত নাটকের সমন্বয়কদের সঙ্গে স্থানীয় লোকজনের ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন আয়োজকরা চাইলে নাটক মঞ্চস্থ হবে। এ ব্যাপারে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ তাদের ভেরিফায়েড পেজে উল্লেখ করেছে, গত ৩ এপ্রিল অনুমান ১০টায় গাজীপুর জেলার কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে ঈদকে সামনে রেখে ‘আপন দুলাল’ নাটকটি মঞ্চায়িত করার জন্য মহড়া করে। উক্ত নাটকটি স্থানীয় বিএনপির জুনিয়র নেতারা আয়োজন করার কারণে স্থানীয় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে ঝামেলার সৃষ্টির আশঙ্কায় উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের অনুরোধে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হককে নাটক মঞ্চস্থ করার জন্য নিষেধ করলে নাটকে অংশগ্রহণকারীরা তাদের সিনিয়র নেতার কথা মেনে নাটক মঞ্চস্থ করা হতে বিরত থাকে।

এ ব্যাপারে কাপাসিয়া সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন বলেন, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসন তদন্ত করে দেখেছে, নাটক মঞ্চস্থ নিয়ে বাধার ঘটনা ঘটেনি। শুক্রবার যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে শনিবার সকাল ১১টায় নাটকটি মঞ্চস্থ হচ্ছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, নাটক মঞ্চায়নকারীদের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। তারা জানিয়েছে, বিষয়টি তারা স্থানীয়ভাবে সমাধান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমার বিবেচনা করবেন ট্রাইব্যুনাল

নারায়ণগঞ্জকে সবুজায়ন করতে এক লাখ গাছ রোপণ

খতিবকে কোপানো সেই বিল্লাল বললেন ‘ভুল করেছি’

আসছে কমেডি সিরিজ ‘বিবাহ অতঃপর’

জানাজায় প্রথমবার মুখ খুললেন হুমায়রার বাবা

যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না : তারেক রহমান

শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইয়ের শিরশ্ছেদ করলেন শ্বশুর

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নারী ‍আসনে সরাসরি নির্বাচনের দাবিতে মহিলা পরিষদের সমাবেশ

খারাপ প্রস্তাব তো এখনো পাই : বাঁধন

১০

বৃষ্টিতে তলিয়ে গেছে সাড়ে ৬০০ চিংড়ি ঘের

১১

বিবেক জাগান

১২

‘যারা অতিরিক্ত বিএনপি বিএনপি করে তারা দোসর ও সুবিধাভোগী’

১৩

জবি ছাত্রদলের আরেক নেতার পদত্যাগ

১৪

মেয়েকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজালেন বাবা

১৫

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ১ মৃত্যু, হাসপাতালে ৩৯১

১৬

টালিউডে পা রাখছেন নওশাবা

১৭

মিটফোর্ডের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই : রিজভী

১৮

পুলিশকে কুপিয়ে হাতকড়া নিয়ে পালানো সেই আসামি ফের গ্রেপ্তার

১৯

সৌদি আরবে সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা

২০
X