নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে গোদনাইল চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় আদমজী-চাষাঢ়া সড়কে এ কর্মসূচি পালন করে দলটি।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় হামলা, ধর্মীয় অধিকারের ওপর হস্তক্ষেপ ও সংবিধানে বর্ণিত অধিকার বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে বাধা, গ্রেপ্তার ও পুলিশের গুলিতে নিহত-আহত করার প্রতিবাধে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার আমির আব্দুল জব্বারের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- নারায়ণগঞ্জ মহানগরর জামায়াতে ইসলামীর সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ রেদোয়ান, কর্ম পরিষদের সদস্য আব্দুল মোমিন, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হুজাইফা, ও মহানগর ছাত্রশিবিরের সভাপতি শফিউল্লাহসহ প্রমূখ।
মন্তব্য করুন