ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন স্থানীয় আওয়ামী লীগ। এই মামলায় গতকাল দুপুরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলেমান ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৪ আগস্ট) ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আলী ফকির বাদী হয়ে ফুলপুর থানায় এ মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাত পৌনে একটার দিকে বওলা বাজার বাসস্ট্যান্ড এলাকার গ্রামীণ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা।
মামলায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলেমান ফকির, উপজেলা কৃষক দলের সভাপতি খলিলুর রহমান তালুকদার, ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম তালুকদারের ছেলে লাবু তালুকদার, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফকির, সহসভাপতি কাদির ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন