কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলেটের অভিযোগ এসপির বিরুদ্ধে

কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে পুলিশ সুপারের নির্দেশে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ও ছবি ডিলিট করার অভিযোগ উঠেছে পুলিশ সুপারের বডিগার্ডের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তির সাংবাদিক পরিচয় জানা না থাকায় এমনটা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের চিলমারী এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর শহরের মোড় এলাকায় ঈদে চিলমারী-হরিপুর তিস্তা সেতুতে ঘুরতে যাওয়া মা-মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে মাইকিং করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে সেনাবাহিনীর একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই রাতেই, সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

এ সময় চিলমারী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম সাদ্দাম সংবাদ সংগ্রহের সময় ছবি ও ভিডিও ধারণ করলে পুলিশ সুপার তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার নির্দেশ দেন। এরপর পুলিশ সুপারের সঙ্গে থাকা এক বডিগার্ড ওই সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিও ডিলিট করে দেন। অভিযোগে সাংবাদিক জানান, এ সময় পুলিশ সুপার তাকে উদ্দেশ করে বলেন, মিডিয়া ছুটাই দেব।

ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ সুপারের আগমনের সংবাদ পেয়ে সেখানে গিয়ে যখন ভিডিও ও ছবি তুলছিলাম; তখন পুলিশ সুপার আমার ওপর চড়াও হন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি আরও ক্ষিপ্ত হয়ে আমার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার নির্দেশ দেন। তার সঙ্গে থাকা একজন পুলিশ সদস্য ফোনটি নিয়ে ভিডিও ও ছবি ডিলিট করে দেন।

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, কুড়িগ্রামের পুলিশ সুপার এ ধরনের ঘটনা ঘটাতে পারেন না।

এ ঘটনায় চিলমারীসহ কুড়িগ্রামের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছেন। কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর বলেন, কোনো সরকারি কর্মকর্তা সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ করতে পারেন না। এ জন্য তাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। কারণ তিনি প্রজাতন্ত্রের কর্মচারী, তার সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত।

এদিকে চিলমারী থানার ওসি আব্দুর রহিম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর এসপি স্যার এসেছিলেন। তবে ফোন কেড়ে নেওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই।

জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, এটি ভুল তথ্য। রাতে অভিযানের সময় অন্ধকারে এক তরুণ ভিডিও করছিল। আমি শুধু বলেছি, ভিডিও করো না। সে পরিচয় দেয়নি যে সে সাংবাদিক। তার আইডি কার্ডও ছিল না। আমরা ভেবেছি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেবে, এ জন্য ভিডিও ডিলিট করতে বলা হয়। মিডিয়া সম্পর্কে আমরা এমন কিছু বলিনি।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম পুলিশ মিডিয়া সেলের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. বজলার রহমান স্বাক্ষরিত এক বিবৃতি সাংবাদিকদের পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, কুড়িগ্রামের চিলমারীতে নবনির্মিত হরিপুর তিস্তা সেতুর পাশে মা-মেয়েকে উত্ত্যক্তের অভিযোগকে কেন্দ্র করে চিলমারী ও সুন্দরগঞ্জের লোকজনের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের একটি টিম অস্ত্র উদ্ধারের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এক অজ্ঞাত তরুণ ভিডিও ধারণ করলে অভিযান ফাঁস হওয়ার আশঙ্কায় মোবাইল থেকে ভিডিও ডিলিট করার পরামর্শ দেয়া হয়। ওই তরুণের সাংবাদিক পরিচয় তখন পুলিশের জানা ছিল না।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ ও মিডিয়া পরস্পরের বন্ধু। মিডিয়াকে আঘাত করে কোনো শব্দ বলা হয়নি। একটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। পরিচয় জানার পর তাকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা 

খেজুর খাওয়ার সেরা সময় কখন, খালি পেটে নাকি রাতে ঘুমানোর আগে?

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

জুমার দিন মসজিদে সামনের কাতারে জায়গাজুড়ে রাখা কি জায়েজ?

১৯ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি 

ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩

১৯ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

সীমান্তে ১২ রোহিঙ্গাকে পুশইন

৫ বছর পর এবি পার্টি থেকে আবার জামায়াতে ফিরলেন ৪০ নেতাকর্মী

১০

প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে : আমিনুল হক

১১

একটি মহল পিআরের নামে গণতন্ত্র নস্যাতের পাঁয়তারা করছে : টুকু

১২

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবগঠিত কমিটি অনুমোদন

১৩

তিতুমীর কলেজ ক্যান্টিনে ফ্যান বসালেন ছাত্রদল নেতা রিমু

১৪

বগুড়ায় আগুনে নিঃস্ব তিন পরিবারের পাশে তারেক রহমান

১৫

শেষ হলো ঢাকা জেলা প্রশাসন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী পাটপণ্য মেলা

১৬

ট্রাম্পের হেলিকপ্টারের জরুরি অবতরণ

১৭

এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি

১৮

বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা

১৯

ম্যাচ চলাকালীন হৃদরোগে লঙ্কান ক্রিকেটারের বাবার মৃত্যু

২০
X