মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) রাতে রাজৈর উপজেলার বেপারিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল কুন্ডুপাড়ার ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফোটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এ সময় ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে ৩ এপ্রিল সকালে রাজৈর বেপারিপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জোবায়েরের বড় ভাই অনিক খান (৩১) বাদী হয়ে জুনায়েদকে প্রধানসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করেন।

আরও জানা গেছে, এ ঘটনায় শনিবার রাতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এ সময় রাজৈর বেপারীপাড়ার মোড়ের বাজারের কয়েকটি দোকানপাট লুট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই ওসি ও অন্তত ১০ পুলিশসহ ২৫ জন আহত হয়।

আহতদের মধ্যে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের লাভলুর ছেলে সালাউদ্দিন (১৮), হয়দার আকনের ছেলে সাগর আকন (২৩), মাহবুব মোল্লার ছেলে ওমর মোল্লা (২২), হুমায়ুন খানের ছেলে ইমন খান (২০), হাবি শেখের ছেলে সাব্বির শেখ (১৮), রাজৈর থানার পুলিশ সদস্য জুয়েল সহ ৯ জন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়া রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, তদন্ত ওসি সঞ্চয় কুমার ঘোষ ও এসআই তারেক সহ অন্তত ১২ জন জন পুলিশ সদস্য ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।

রাজৈর থানার ওসি মুহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি ও ওসি তদন্তসহ কমপক্ষে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ছাড়া উভয় গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : রংপুরে ৬ কিমি পায়ে হেঁটে বিক্ষোভ  

ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাল ইরান

সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে হবে না : দুলু

নির্বাচনের আগে দেশ সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত হোক : আতিকুর রহমান

স্রোতে ভেঙে গেছে সেতু, ভোগান্তিতে ৪৩ গ্রামের মানুষ

ট্রেজারার পদে নিয়োগ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির সিএফও

কিশোরগঞ্জে নৌকাডুবি : বড় বোনের পর ছোট বোনের মরদেহ উদ্ধার

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ

দেশবাসী চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না : শিবির

খেলাফত যুব মজলিসের বিক্ষোভ অনুষ্ঠিত

১০

নতুনভাবে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না : রিফাত রশিদ

১১

সড়কের পাশে মিলল যুবকের গলাকাটা মরদেহ

১২

অজয়কে নিয়ে ঠাট্টা করলেন কাজল

১৩

‘সবাই বলে দুইটা বাচ্চা বেইচা দিতে, মা হয়ে কি বেচতে পারি’

১৪

শহীদ হালিমের কন্যা সুমাইয়াকে কলেজে ভর্তির দায়িত্ব নিলেন তারেক রহমান 

১৫

শিক্ষক-ম্যানেজিং কমিটির সরাসরি আবেদন বন্ধে কড়া নির্দেশনা

১৬

সিন্ডিকেশন ফাইন্যান্সিংয়ে পরামর্শ সেবায় খুশি কম্পোজিট ও কমিউনিটি ব্যাংকের চুক্তি

১৭

কিউবার প্রেসিডেন্ট ও বিলাসবহুল হোটেলগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৮

‘ফেনীতে বাঁধ নির্মাণ প্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার কথা ভাবছে সরকার’

১৯

স্বরাষ্ট্র উপদেষ্টার পাল্টা প্রশ্ন / আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কীভাবে গ্রেপ্তার করল

২০
X