সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে জেলা শ্রমিক দলের নেতাকে হত্যার হুমকি

বাঁ থেকে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক। ছবি : কালবেলা
বাঁ থেকে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক এ হুমকি দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মুজিবুর রহমান বাদী হয়ে রোববার (১৩ এপ্রিল) দুপুরে সোনারগাঁ থানায় নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে মোবাইল ফোনে এ হুমকি প্রদান করা হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী মুজিবুর রহমান সোনারগাঁ থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, উপজেলার পুরান কাঁচপুর এলাকায় শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও উপহার বিতরণের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনারগাঁ থানার তরুণ দলের সভাপতি প্রয়াত আলমগীর বাদশার পরিবারকে এ সহায়তা দেওয়া হয়।

সেই অনুষ্ঠানে কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন নেতার বক্তব্যে তাকে শ্রমিক দল নেতা পরিচয় করিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানকে নেতাকর্মীরা প্রশ্নের মুখোমুখি করেন।

পরে জেলা তরুণ দলের সভাপতি টিএস তোফাকে মুজিবুর রহমান রাজনৈতিক পদের বিষয়ে হানিফ হককে অবগত করেন। এসব নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে হানিফ হক ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি দেয়। এ হুমকির পর থেকে তিনি ও তার পরিবার নিরপত্তাহীনতায় ভুগছেন।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেন, অনুষ্ঠানটি সাংগঠনিক নিয়মে না হওয়ার কারণে সিনিয়র নেতা হিসেবে তরুণ দলের সভাপতিকে জানিয়েছে। সেখানে ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত থাকায় দলের নেতাকর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বিষয়টি দলের নেতাদের জানানো হয়েছে।

অভিযুক্ত কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক বলেন, দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। ওই সময়ে আমার মাথা গরম ছিল। মোবাইল ফোনে অনেক কিছু হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মুফিজুর রহমান বলেন, হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ

মহিলাদের মধ্যে বাড়ছে হার্ট ব্লকের ঝুঁকি, নেপথ্য কারণ জানালেন বিশেষজ্ঞ

বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা

ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরতে শুরু করেছে : উপদেষ্টা আসিফ

নারীদের সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ তালেবানের

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

মতিঝিলে কালবেলার সাংবাদিকের ওপর হামলা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস / গুম থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াতের

দেশ কে চালাচ্ছে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে : ইসলামী আন্দোলন

১০

মঞ্চে আপত্তিকর স্পর্শ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর

১১

লিটনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের

১২

ফের বাড়ল স্বর্ণের দাম

১৩

ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?

১৪

নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি : তারেক রহমান

১৫

অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদ উল্লাহর ইন্তেকাল

১৬

বড় পর্দায় আসছেন প্রভা

১৭

‘শক্তি থাকলে আসুক, হাত-পা ভেঙে দেব’, হুঁশিয়ারি জাপা নেতার

১৮

বাংলাদেশিরা ৫ কর্মদিবসেই পাবেন যুক্তরাজ্যের ভিসা, তবে...

১৯

নুরের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

২০
X