সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে জেলা শ্রমিক দলের নেতাকে হত্যার হুমকি

বাঁ থেকে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক। ছবি : কালবেলা
বাঁ থেকে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক এ হুমকি দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মুজিবুর রহমান বাদী হয়ে রোববার (১৩ এপ্রিল) দুপুরে সোনারগাঁ থানায় নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে মোবাইল ফোনে এ হুমকি প্রদান করা হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী মুজিবুর রহমান সোনারগাঁ থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, উপজেলার পুরান কাঁচপুর এলাকায় শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও উপহার বিতরণের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনারগাঁ থানার তরুণ দলের সভাপতি প্রয়াত আলমগীর বাদশার পরিবারকে এ সহায়তা দেওয়া হয়।

সেই অনুষ্ঠানে কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন নেতার বক্তব্যে তাকে শ্রমিক দল নেতা পরিচয় করিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানকে নেতাকর্মীরা প্রশ্নের মুখোমুখি করেন।

পরে জেলা তরুণ দলের সভাপতি টিএস তোফাকে মুজিবুর রহমান রাজনৈতিক পদের বিষয়ে হানিফ হককে অবগত করেন। এসব নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে হানিফ হক ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি দেয়। এ হুমকির পর থেকে তিনি ও তার পরিবার নিরপত্তাহীনতায় ভুগছেন।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেন, অনুষ্ঠানটি সাংগঠনিক নিয়মে না হওয়ার কারণে সিনিয়র নেতা হিসেবে তরুণ দলের সভাপতিকে জানিয়েছে। সেখানে ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত থাকায় দলের নেতাকর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বিষয়টি দলের নেতাদের জানানো হয়েছে।

অভিযুক্ত কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক বলেন, দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। ওই সময়ে আমার মাথা গরম ছিল। মোবাইল ফোনে অনেক কিছু হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মুফিজুর রহমান বলেন, হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে বাড়তি দামে বিক্রি হবে ভোজ্যতেল, লিটারে কত

শৈত্যপ্রবাহ বইছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

গরম পানি নাকি ঠান্ডা পানি, কোনটা খাবেন

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন চলছে

৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

সরকারি আবাসন পরিদপ্তরে বড় নিয়োগ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

আজ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী

খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক : কবীর ভূইয়া

১০

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

১১

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

১২

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

১৩

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

১৪

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

১৫

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

১৬

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

১৭

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

১৮

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

১৯

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

২০
X