বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে জেলা শ্রমিক দলের নেতাকে হত্যার হুমকি

বাঁ থেকে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক। ছবি : কালবেলা
বাঁ থেকে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক এ হুমকি দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মুজিবুর রহমান বাদী হয়ে রোববার (১৩ এপ্রিল) দুপুরে সোনারগাঁ থানায় নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে মোবাইল ফোনে এ হুমকি প্রদান করা হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী মুজিবুর রহমান সোনারগাঁ থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, উপজেলার পুরান কাঁচপুর এলাকায় শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও উপহার বিতরণের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনারগাঁ থানার তরুণ দলের সভাপতি প্রয়াত আলমগীর বাদশার পরিবারকে এ সহায়তা দেওয়া হয়।

সেই অনুষ্ঠানে কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন নেতার বক্তব্যে তাকে শ্রমিক দল নেতা পরিচয় করিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানকে নেতাকর্মীরা প্রশ্নের মুখোমুখি করেন।

পরে জেলা তরুণ দলের সভাপতি টিএস তোফাকে মুজিবুর রহমান রাজনৈতিক পদের বিষয়ে হানিফ হককে অবগত করেন। এসব নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে হানিফ হক ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি দেয়। এ হুমকির পর থেকে তিনি ও তার পরিবার নিরপত্তাহীনতায় ভুগছেন।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেন, অনুষ্ঠানটি সাংগঠনিক নিয়মে না হওয়ার কারণে সিনিয়র নেতা হিসেবে তরুণ দলের সভাপতিকে জানিয়েছে। সেখানে ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত থাকায় দলের নেতাকর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বিষয়টি দলের নেতাদের জানানো হয়েছে।

অভিযুক্ত কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক বলেন, দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। ওই সময়ে আমার মাথা গরম ছিল। মোবাইল ফোনে অনেক কিছু হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মুফিজুর রহমান বলেন, হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১০

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১১

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১২

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৩

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৪

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৫

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৬

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৭

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

১৮

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

১৯

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

২০
X