বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ ট্যাগ দিয়ে ইডিসিএলের ৫৪ জনকে চাকরিচ্যুত

এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের বগুড়া কার্যালয়। ছবি : সংগৃহীত
এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের বগুড়া কার্যালয়। ছবি : সংগৃহীত

বগুড়ায় অবস্থিত সরকারি মালিকানাধীন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) ‘অতিরিক্ত জনবল’ দেখিয়ে কারখানা থেকে ৫৪ শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী রাজনীতির ট্যাগ দিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

চাকরিচ্যুতরা বলছেন, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) অফিস ছুটির সময় তাদের বলা হয়, রোববার (১৩ এপ্রিল) থেকে আর অফিসে আসতে হবে না।

তাদের অভিযোগ, চাকরি হারানোরা প্রত্যেকেই ১০ থেকে ১৫ বছর ধরে এ কোম্পানিতে চাকরি করছেন। কিন্তু আওয়ামী রাজনীতির ট্যাগ দিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

কারখানায় সিনিয়র ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন আমিনুল হক লোকমান। তিনি বলেন, ২০১০ সাল থেকে চাকরি করছি এখানে। বৃহস্পতিবার অফিস ছুটির পর ৫৪ জনকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনের অতিরিক্ত জনবলকে শ্রম আইনের ধারা-২৬ অনুযায়ী ১০ এপ্রিল থেকে টারমিনেশন করা হলো।

তিনি বলেন, বগুড়াসহ প্রতিটি কারখানাতেই অতিরিক্ত জনবল রয়েছে। এ ছাড়া কয়েক মাস আগে বগুড়া কারখানায় ৮৫ শ্রমিক-কর্মচারীকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক বিবেচনায় আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এই শেষ বয়সে কোথায় চাকরি পাব?

প্রশাসনিক কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম বলেন, ২০১২ সাল থেকে সততার সঙ্গে চাকরি করে আসছি। আমার বাড়ি গোপালগঞ্জে হওয়ায় আমাকে চাকরিচ্যুত করা হয়। অথচ গোপালগঞ্জ শহরে নাম করা বিএনপি পরিবারের মধ্যে আমরা একটি পরিবার। আমার বাবা মরহুম এসএ সবুর ১৯৭৮ সালে গোপালগঞ্জ সদর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। গোপালগঞ্জে বাড়ি হওয়ার কারণে আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে।

এ বিষয়ে কারখানার উপমহাব্যবস্থাপক (প্ল্যান্ট প্রধান) হেলাল উদ্দিন বলেন, অতিরিক্ত জনবল দেখিয়ে প্রধান কার্যালয় থেকে ৫৪ জনকে টারমিনেশন করা হয়েছে। তবে বগুড়া কারখানায় ১ হাজার ১৬৭ শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। কারখানার প্ল্যান্ট অনুযায়ী সাড়ে ৮০০ শ্রমিক-কর্মচারী প্রয়োজন। অন্য কারখানাগুলোতেও অতিরিক্ত জনবল রয়েছে।

কয়েক মাস আগে ৮৫ নতুন শ্রমিক-কর্মচারী নিয়োগ বিষয়ে তিনি বলেন, প্রধান কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ইডিসিএল কোম্পানিতে নিয়োগ এবং শ্রমিক ছাঁটাই প্রধান কার্যালয় থেকে করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

মির্জা ফখরুলের জন্মদিন আজ

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

১১

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১২

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১৩

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

১৪

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১৫

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

১৭

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৮

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৯

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

২০
X