মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মানবেন্দ্রর বাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

মানবেন্দ্রর বাড়িতে আগুনের ঘটনায় আ.লীগ-ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার। ছবি : কালবেলা
মানবেন্দ্রর বাড়িতে আগুনের ঘটনায় আ.লীগ-ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মোটিফ নির্মাণশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামে শিল্পীর বাড়ি পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ কর্মী মীর মারুফ (২০), ছাত্রলীগ কর্মী আমিনুর রহমান (২৪), ছাত্রলীগ কর্মী মীর মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮), গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪)। শিবালয় উপজেলার-শিবালয় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন (৪৮) ও যুবলীগ কর্মী সঞ্জীব ঘোষ (৪০)।

অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ববোধ থেকে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে এসেছি। শিল্পী এবং তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা দানে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের খুঁজে বের করে, বিচারের মখোমুখি করা হবে।’

অন্যদিকে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভাস্কর মানবেন্দ্র ঘোষের ঘরটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে ওই বাড়িতে গিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মানিকগঞ্জ জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা।

জেলা প্রশাসক বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চলমান তদন্তকাজ শেষ হলে, শিল্পীর ইচ্ছা অনুযায়ী সেখানে ঘরটি পুনর্নির্মাণ করা হবে।’ তবে সামগ্রিক বিষয়ে ভাষ্কর মানবেন্দ্র ঘোষ কালবেলাকে বলেন, ‘আমাদের যে ক্ষতি হয়েছে, এটা অনেক বড়। আমার পরিবার আশঙ্কার মধ্যে রয়েছে- এটা যেমন সত্যি, তেমনি আমার শিল্পীসত্ত্বা চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি জানি না, ভবিষ্যতে আমি সচেতনভাবে শিল্প চর্চ্চা করতে পারবো কি না।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনাকে যাতে রাজনীতি ও ধর্মীয়করণ না করা হয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে, যাতে প্রকাশিত কিংবা প্রচারিত সংবাদের কারণে আমরা আবার ক্ষতিগ্রস্থ না হই।’

উল্লেখ্য, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটিফ তৈরির অভিযোগে ফেসুবকে হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগে গত মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভাষ্কর মানবেন্দ্র ঘোষ। ওইদিন দিবাগত রাত তিনটার দিকে তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় গতকাল বুধবার ভাস্কর মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা করেন।

যদিও ভাস্কর মানবেন্দ্রেরে দাবি- তিনি শেখ হাসিনার মোটিফ তৈরি করেননি। তিনি একটি বাঘের ভাস্কর্য (মোটিফ) তৈরি করেছিলেন, যা আনন্দ শোভাযাত্রায় ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী নেতারা

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : আব্দুল হালিম

গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তাৎক্ষণিক বিক্ষোভ

আগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ

১০

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১১

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তায় ৬ নির্দেশনা

১২

খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত করলেন খুলনার জেলা প্রশাসক

১৩

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

১৪

জুলাই শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

১৫

বছর ঘুরে ফিরল সেই জুলাই 

১৬

৩৬ জুলাই বিপ্লব ও নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প

১৭

৫০ কোটি টাকা আত্মসাৎ / এস আলম পরিবারের তিন সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে দুই মামলা

১৮

খুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগ

১৯

রাজশাহীতে ঐতিহাসিক ‘সান্তাল হুল’ দিবস উদযাপন

২০
X