মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মানবেন্দ্রর বাড়িতে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

মানবেন্দ্রর বাড়িতে আগুনের ঘটনায় আ.লীগ-ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার। ছবি : কালবেলা
মানবেন্দ্রর বাড়িতে আগুনের ঘটনায় আ.লীগ-ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মোটিফ নির্মাণশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামে শিল্পীর বাড়ি পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ কর্মী মীর মারুফ (২০), ছাত্রলীগ কর্মী আমিনুর রহমান (২৪), ছাত্রলীগ কর্মী মীর মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮), গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪)। শিবালয় উপজেলার-শিবালয় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন (৪৮) ও যুবলীগ কর্মী সঞ্জীব ঘোষ (৪০)।

অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ববোধ থেকে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে এসেছি। শিল্পী এবং তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা দানে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের খুঁজে বের করে, বিচারের মখোমুখি করা হবে।’

অন্যদিকে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভাস্কর মানবেন্দ্র ঘোষের ঘরটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে ওই বাড়িতে গিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মানিকগঞ্জ জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা।

জেলা প্রশাসক বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চলমান তদন্তকাজ শেষ হলে, শিল্পীর ইচ্ছা অনুযায়ী সেখানে ঘরটি পুনর্নির্মাণ করা হবে।’ তবে সামগ্রিক বিষয়ে ভাষ্কর মানবেন্দ্র ঘোষ কালবেলাকে বলেন, ‘আমাদের যে ক্ষতি হয়েছে, এটা অনেক বড়। আমার পরিবার আশঙ্কার মধ্যে রয়েছে- এটা যেমন সত্যি, তেমনি আমার শিল্পীসত্ত্বা চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি জানি না, ভবিষ্যতে আমি সচেতনভাবে শিল্প চর্চ্চা করতে পারবো কি না।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনাকে যাতে রাজনীতি ও ধর্মীয়করণ না করা হয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে, যাতে প্রকাশিত কিংবা প্রচারিত সংবাদের কারণে আমরা আবার ক্ষতিগ্রস্থ না হই।’

উল্লেখ্য, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটিফ তৈরির অভিযোগে ফেসুবকে হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগে গত মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভাষ্কর মানবেন্দ্র ঘোষ। ওইদিন দিবাগত রাত তিনটার দিকে তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় গতকাল বুধবার ভাস্কর মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা করেন।

যদিও ভাস্কর মানবেন্দ্রেরে দাবি- তিনি শেখ হাসিনার মোটিফ তৈরি করেননি। তিনি একটি বাঘের ভাস্কর্য (মোটিফ) তৈরি করেছিলেন, যা আনন্দ শোভাযাত্রায় ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৬

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

গাজা চুক্তিতে তুরস্ক কী করবে, সে বিষয়ে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

 নিখোঁজের পর বাড়ি ফিরে দেখেন বাবা-ভাইসহ অনেকে বেঁচে নেই 

বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেন

জমিয়ত থেকে বহিষ্কার নাসির উদ্দিন মুনির

রাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

বিশেষ সহকারী ডা. সায়েদুরের পদত্যাগ ও ফেরার কারণ

খালেদা জিয়ার কবরে সমমনা জোটের ফুলেল শ্রদ্ধা

১০

খালেদা জিয়ার জানাজায় মৃত্যুবরণকারী নিরবের পরিবারের পাশে তারেক রহমান

১১

জনসংখ্যা বাড়াতে চীনে গর্ভনিরোধক পণ্যের দাম বাড়ছে

১২

২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড 

১৩

ডাকসু প্রতিনিধিদের যে বার্তা দিলেন তারেক রহমান

১৪

অবসর নিয়ে সিদ্ধান্ত জানালেন সাবিনা

১৫

থার্টিফার্স্ট উদ্‌যাপনের সময় সুইজারল্যান্ডে ৪০ জনের মৃত্যু

১৬

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

১৭

মামলা সত্ত্বেও বরখাস্ত প্রধান শিক্ষককে পুনরায় নিয়োগের উদ্যোগ

১৮

রেললাইনে মিলল নিখোঁজ রুবেলের রক্তাক্ত মরদেহ 

১৯

সার্কের চেতনা এখনো জীবিত : প্রধান উপদেষ্টা

২০
X