ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে সিটি মেয়র ঘোষণার দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ নিয়ে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গণঅবস্থান নেন। এরপর ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বিক্ষোভ করেন তারা।
তাদের দাবি, গত সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহকে মেয়র ঘোষণা করা হয়। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ফয়জুল করিম মেয়র নির্বাচিত হয়েছিলেন দাবি করে তাকে মেয়র ঘোষণার আহ্বান জানান।
আদালতের শুনানি শেষে গণঅবস্থান কর্মসূচিতে আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রার্থীর পক্ষে ভোট পড়ছে বুঝতে পেরে তার বাদীকে হত্যার উদ্দেশে রক্তাক্ত করা হয়। এমনকি দুপুর ১২টার পর সব কেন্দ্র আওয়ামী লীগের সন্ত্রাসীরা দখল করে নেয়। পরে আবুল খায়েরকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী দেখানো হয়। ওই সময় বিচার বিভাগ নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগ সরকারের। এ কারণে তারা বিচার বিভাগের কাছে যেতে পারেননি।
অন্যদিকে, নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। গতকাল বুধবার দুপুরে বরিশাল সিনিয়র সহকারী জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের বিচারক মামলাটি পরে আদেশের জন্য রেখে দেন।
মন্তব্য করুন