ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০২:০৫ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় বাঁশের তৈরি মাছ ধরার চাঁই কেনার ধুম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার একটি হাটে মাছ ধরার চাঁই কিনছেন ক্রেতারা। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার একটি হাটে মাছ ধরার চাঁই কিনছেন ক্রেতারা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার হাটবাজারে বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার চাঁই কেনা-বেচার ধুম পড়েছে। স্থানীয় ভাষায় এসব আন্তা, খৈলশুন, বৃত্তি, ভাঁইড় বা চোকাসহ বিভিন্ন নামে পরিচিত।

বর্ষায় খাল-বিল উপচে পানি পাশের ক্ষেতে প্রবেশ করে। এ সময় বিভিন্ন প্রজাতির মাছ ঝাঁকে-ঝাঁকে এক জলাশয় থেকে অপর জলাশয়ে যায়। এ সুযোগে মাছ ধরার অপেক্ষাকৃত সহজ কৌশল হলো মাছ চলাচলের পথে চাঁই পেতে রাখা। এতে ভালো পরিমাণে মাছ ধরা পড়ে। এতে গ্রামের মানুষ বর্ষা মৌসুমে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে।

সরেজমিন জানা গেছে, উপজেলার সাহেবাবাদ, দুলালপুর, সিদলাই, চান্দলা, ষাইটশালা, মিরপুর, কান্দুঘর ও নাগাইশ ইত্যাদি হাটে মাছ ধরার এসব দেশীয় চাঁই বিক্রি হচ্ছে। এ চাঁই তৈরির নির্মাতারা এখন ব্যস্ত সময় পাড় করছেন। তারা বাঁশ কেনা, বাঁশ কাটা, শলাকা তৈরি করা, চাঁই বোনার কাজ করছেন। পাশাপাশি হাটবাজারে বিক্রি করছেন।

চাঁই প্রস্তুত ও বিক্রয়কারী হোসেন মিয়া বলেন, ‘পুরো বছরের এ সময় আমরা চাঁই (আন্তা) তৈরি ও বিক্রিতে ব্যস্ত সময় পার করি। পরিবারের সবাই মিলে এ কাজ করি। এ আয় দিয়েই সংসার চলে। বন-জঙ্গলের বাঁশ দিয়ে এসব চাঁই তৈরি করা হয়।’

আরেক চাঁই বিক্রেতা সুখেন্দু বলেন, ‘একটি ভালো বাঁশ থেকে তিনটি চাঁই তৈরি করা যায়। এ বছর প্রতিটি চাঁই (আন্তা) বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। গত বছরের তুলনায় এ বছর চাঁই (আন্তা) কিছুটা কম বিক্রি হচ্ছে। কারণ, অন্যান্য বছরের তুলনায় আমাদের এলাকায় এ বছর বর্ষার পানি কম। খাল-বিলে পানি বাড়লে বিক্রিও আরও বাড়বে।’

উপজেলার নাগাইশ এলাকা থেকে চাঁই কিনতে আসা মো. ইউসুফ বলেন, ‘প্রতি বছর শখের বসে আমি তিন-চারটি চাঁই কিনি। বাড়ির পাশের বিলে এগুলো ব্যবহার করে ছোট মাছ ধরি। এতে বাজার থেকে আর মাছ কিনতে হয় না। এবারও পাঁচটি চাঁই কিনেছি।’

সিদলাই বাজারের ক্রেতা মোসলেম উদ্দিন বলেন, ‘প্রতি বছরই আমি বর্যা মৌসুমে চাঁই কিনি। দেশি ছোট মাছ ধরে পরিবার-পরিজন নিয়ে খাই। আবার বাজারেও মাছ বিক্রি করি। এবারও সাতটি চাঁই কিনেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১০

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১১

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১২

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৩

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৪

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৫

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

১৬

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

১৭

কৃষক লীগ নেতা আব্দুর রহমান গ্রেপ্তার

১৮

চট্টগ্রামে জামায়াতের কোটিপতি প্রার্থী, সম্পদ কত?

১৯

ঝালকাঠিতে ইনসাফ মঞ্চের যাত্রা শুরু

২০
X