ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০২:০৫ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় বাঁশের তৈরি মাছ ধরার চাঁই কেনার ধুম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার একটি হাটে মাছ ধরার চাঁই কিনছেন ক্রেতারা। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার একটি হাটে মাছ ধরার চাঁই কিনছেন ক্রেতারা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার হাটবাজারে বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার চাঁই কেনা-বেচার ধুম পড়েছে। স্থানীয় ভাষায় এসব আন্তা, খৈলশুন, বৃত্তি, ভাঁইড় বা চোকাসহ বিভিন্ন নামে পরিচিত।

বর্ষায় খাল-বিল উপচে পানি পাশের ক্ষেতে প্রবেশ করে। এ সময় বিভিন্ন প্রজাতির মাছ ঝাঁকে-ঝাঁকে এক জলাশয় থেকে অপর জলাশয়ে যায়। এ সুযোগে মাছ ধরার অপেক্ষাকৃত সহজ কৌশল হলো মাছ চলাচলের পথে চাঁই পেতে রাখা। এতে ভালো পরিমাণে মাছ ধরা পড়ে। এতে গ্রামের মানুষ বর্ষা মৌসুমে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে।

সরেজমিন জানা গেছে, উপজেলার সাহেবাবাদ, দুলালপুর, সিদলাই, চান্দলা, ষাইটশালা, মিরপুর, কান্দুঘর ও নাগাইশ ইত্যাদি হাটে মাছ ধরার এসব দেশীয় চাঁই বিক্রি হচ্ছে। এ চাঁই তৈরির নির্মাতারা এখন ব্যস্ত সময় পাড় করছেন। তারা বাঁশ কেনা, বাঁশ কাটা, শলাকা তৈরি করা, চাঁই বোনার কাজ করছেন। পাশাপাশি হাটবাজারে বিক্রি করছেন।

চাঁই প্রস্তুত ও বিক্রয়কারী হোসেন মিয়া বলেন, ‘পুরো বছরের এ সময় আমরা চাঁই (আন্তা) তৈরি ও বিক্রিতে ব্যস্ত সময় পার করি। পরিবারের সবাই মিলে এ কাজ করি। এ আয় দিয়েই সংসার চলে। বন-জঙ্গলের বাঁশ দিয়ে এসব চাঁই তৈরি করা হয়।’

আরেক চাঁই বিক্রেতা সুখেন্দু বলেন, ‘একটি ভালো বাঁশ থেকে তিনটি চাঁই তৈরি করা যায়। এ বছর প্রতিটি চাঁই (আন্তা) বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। গত বছরের তুলনায় এ বছর চাঁই (আন্তা) কিছুটা কম বিক্রি হচ্ছে। কারণ, অন্যান্য বছরের তুলনায় আমাদের এলাকায় এ বছর বর্ষার পানি কম। খাল-বিলে পানি বাড়লে বিক্রিও আরও বাড়বে।’

উপজেলার নাগাইশ এলাকা থেকে চাঁই কিনতে আসা মো. ইউসুফ বলেন, ‘প্রতি বছর শখের বসে আমি তিন-চারটি চাঁই কিনি। বাড়ির পাশের বিলে এগুলো ব্যবহার করে ছোট মাছ ধরি। এতে বাজার থেকে আর মাছ কিনতে হয় না। এবারও পাঁচটি চাঁই কিনেছি।’

সিদলাই বাজারের ক্রেতা মোসলেম উদ্দিন বলেন, ‘প্রতি বছরই আমি বর্যা মৌসুমে চাঁই কিনি। দেশি ছোট মাছ ধরে পরিবার-পরিজন নিয়ে খাই। আবার বাজারেও মাছ বিক্রি করি। এবারও সাতটি চাঁই কিনেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া

৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

ভূমিকম্প শেষে নারায়ণগঞ্জ বন্দরে তুলার গুদামে আগুন

নাকে আইফোনের তার ঢুকিয়ে ভয়াবহ প্রতারণা

কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির মৃত্যু, ব্যাখ্যা দিল ডিএমপি

যে ভূমিকম্পে পরিবর্তন হয়ে যায় পৃথিবীর ঘূর্ণনগতি

ভূমিকম্পে দুর্ঘটনা সম্পর্কিত যোগাযোগের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

১০

নরসিংদীতে ভূমিকম্পে শিশুসহ নিহত ২, আহত শতাধিক

১১

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

১২

ফুটবল মাঠে আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

১৩

শনিবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো-২০২৫’

১৪

বিএনপির উপজেলা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি

১৫

খুলনা বিভাগের উন্নয়নে পাঁচ দফা দাবি

১৬

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল এআইইউবি 

১৭

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : গোলাম পরওয়ার

১৮

জাল টাকার কারখানার সন্ধান, যুবক গ্রেপ্তার

১৯

ভূমিকম্পে কোথাও আটকা পড়লে যা করবেন

২০
X