সিলেট ব্যুরো
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০১:২৮ এএম
অনলাইন সংস্করণ

‘দেশের ভেতরে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটা চক্র দেশের ভেতরে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে অস্থির করে স্বৈরাচারদের আবার সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে। এসব মোকাবেলার জন্য বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া এসব অস্থিরতা বন্ধ করা প্রায় অসম্ভব। সে কারণে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সরকারের দেশপ্রেমের বহিঃপ্রকাশ হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নতুন বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির একার নয়। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেগুলো ৩১ দফায় বিস্তারিত বলা আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বিএনপি।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার করে নির্বাচনের কথা বলছে তার সঙ্গে বিএনপির ৩১ দফার অনেক মিল আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে চিন্তাধারা, সেটি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। এক সময় বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের সামনেও তা তুলে ধরেছেন।

বিএনপির চেয়ারপার্সনের এ উপদেষ্টা বলেন, আমরা যখন আন্দোলন-সংগ্রামের মধ্যে ছিলাম প্রকৃতপক্ষে তখন ৩১ দফার কাজ শুরু করলেও জনগণের দোরগোড়ায় আমরা তা নিয়ে যেতে পারিনি। তাই আজ সময় ও সুযোগ এসেছে জনগণের কাছে বাস্তবভিত্তিক এ ৩১ দফা তুলে ধরার।

৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মুহিবুর রহমানের সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শামীমের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সারোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আল মামুন খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ টাকা অনুগ্রহ নয়, এটা আপনাদের অধিকার : বিআরটিএ চেয়ারম্যান

‘তপশিলের পর রাজনৈতিক দল আইন না মানলে বিধিমতো ব্যবস্থা’

ইএসইউ-আইএনটিআই সহযোগিতা জোরদার, উচ্চশিক্ষা প্রস্তুতি বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে : হাইকোর্ট

রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানিয়ে নারীদের প্রস্তুত থাকতে বললেন মমতা

যুদ্ধবিরতি ভঙ্গ করে ফের গাজায় হামলা

বিএনপি বিজয়ী হলে ধনী-গরিবের বৈষম্য কমিয়ে আনা হবে : খোকন

‘বাড়ি থেকে বিদ্যালয়’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

আবারও পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা

তপশিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১০

বিপিএল : কে হবেন নোয়াখালীর অধিনায়ক, জানালেন মালিক

১১

নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান

১২

বিএনপির কার্যালয়ে ককটেল হামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

পাকা নাকি কাঁচা কলা, ওজন কমানোর জন্য কোনটি ভালো?

১৪

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১ 

১৫

ফিফার নতুন র‌্যাঙ্কিং প্রকাশ : বাংলাদেশের অবস্থান কত

১৬

দেশের যুবসমাজ অভিবাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে

১৭

আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে নুরের বার্তা

১৮

এক ভুক্তভোগী পরিবারের অভিযোগে আয়েশাকে খুঁজে পায় পুলিশ

১৯

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

২০
X