জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার আহ্বায়ক কমিটির আয়োজনে শনিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর জেলা পরিষদের সম্মেলনকক্ষে ওই সভা হয়।
সভা শেষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মেহেরপুর জেলা নারী আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এটি কেন্দ্র থেকে চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বিশ্বনাথ সাহার সভাপতিত্বে এবং অশোক চন্দ্র বিশ্বাস ও সুব্রত সাহা বাপ্পার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গ্লোরিয়া ঝর্না সরকার।
বিশেষ অতিথি ছিলেন নারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপালী চক্রবর্তী, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়া জান আলী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন