

রংপুরে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে নিজ বাড়িতে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একইসঙ্গে শিগগিরই হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঐক্য পরিষদের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, শনিবার (০৬ ডিসেম্বর) গভীর রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর চাকলা গ্রামের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা রায় (৬০)-কে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন তিনি।
বিবৃতিতে ঐক্য পরিষদ বলেছে, এরূপ হত্যাকাণ্ড ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে, যা আগামী নির্বাচনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন