সিলেট ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৫ এএম
অনলাইন সংস্করণ

পাথরবোঝাই নৌকা থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

পুলিশের জ্যাকেট পরিহিত ব্যক্তি জনতার হাতে আটক। ছবি : সংগৃহীত
পুলিশের জ্যাকেট পরিহিত ব্যক্তি জনতার হাতে আটক। ছবি : সংগৃহীত

সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথরবোঝাই নৌকা থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। এ সময় তার পকেট থেকে কিছু টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সিলেটের কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোভাছড়া নদীর পাড়ের। শনিবার (২৬ এপ্রিল) সকালে ভিডিওটি ধারণ করা।

অভিযুক্ত ব্যক্তি কানাইঘাট থানায় কনস্টবল পদে কর্মরত রয়েছেন। তার নাম নারায়ণ। ভিডিওতে দেখা যায়, লোভাছড়া নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের জ্যাকেট পরা এক ব্যক্তিকে নানা প্রশ্ন করছেন লোকজন। তার দুই পকেট থেকে কয়েকবারে বেশ কিছু টাকা বের করেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কানাইঘাটের লোভাছড়া কোয়ারির প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর নিলাম দরপত্রের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ইজারা নিয়েছে। তবে পাথর বিক্রির অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। এর মধ্যে কিছু অসাধু লোক নিলামে ক্রয়কৃত পাথর চুরি করে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করেই পাথরগুলো চুরি করা হচ্ছে। এ বিষয়ে কানাইঘাট থানার ওসিকে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ওসিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. তমিজ উদ্দিন বলেন, তিনিও ঘটনাটি শুনেছেন। লোভাছড়া কোয়ারির পাথর নিলামে বিক্রি করা হলেও অন্য একটি পক্ষ সেগুলো চুরি করে নিচ্ছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত বলে তিনি জানান।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার কালবেলাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের দৃষ্টিগোচর হয়েছে। অভিযুক্ত কনস্টেবলকে কানাইঘাট থানা থেকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ ঘণ্টা ধরে অনশনে স্কুলশিক্ষক

বেশি দামে সার বিক্রি, ২ ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

আসিফের মন্তব্যের কড়া জবাব ওমর সানীর

বাবা সাগরে-মা জেলে, ঘরে ফিরতে পারছে না সাত বছরের ছোট্ট শিশু

কোন কোন খাবার শরীরে সুগন্ধ ও দুর্গন্ধ তৈরি করে

৫০ দফাদার পেলেন নতুন সাইকেল

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর সভায় হামলা-ভাঙচুর

টি–টোয়েন্টি অভিষেকে ভারতীয় ব্যাটারের ধ্বংসলীলা

মাছ ধরা নিয়ে তুমুল সংঘর্ষ

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক আজিজুল

১০

পাঁচ দাবিতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের স্মারকলিপি

১১

মাইক্রোবাসচাপায় এনসিপির ২ নেতাসহ তিনজনকে হত্যাচেষ্টা

১২

প্রকাশ্যে কাটা হলো যুবকের হাতের কবজি

১৩

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জারি

১৪

যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির অভিনন্দন

১৫

চবি ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল ১ লাখ

১৬

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্রের শেষ বিদায়

১৭

ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তাকে শোকজ

১৮

মা-মেয়েকে কুপিয়ে হত্যা : রহস্যঘেরা সিসিটিভি ফুটেজ

১৯

চট্টগ্রাম মহানগর জামায়েতের আমিরের সঙ্গে এরিক গিলানের মতবিনিময়

২০
X