পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের আঁধারে একাধিক স্থানে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (০২ মে) সকালে পৌর সদরের পরিমল দে মার্কেটে সামনে, চৌরাস্তায়, পুরাতন বাসস্ট্যান্ডে এসব লিফলেট রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তবে কে বা কারা এ কাজ করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
লিফলেটগুলো ‘শেখ হাসিনাতেই আস্থা’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ও ‘আগেই ভালো ছিলাম’-এসব স্লোগান লেখা ছিল। এসব লিফলেট দেখে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্প্রতি দেবীগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মীদের এলাকায় দেখা গেছে। যারা ১০ মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারমুখী অবস্থানে ছিল।
যেকোনো মুহূর্তে পরিস্থিতির অবনতি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এর আগে গত ৩১ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরের দেয়ালে, মিনি স্টেডিয়াম ও নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে ‘জয় বাংলা’ লেখা দেখতে পাওয়া যায়। সে সময় পুলিশ নাশকতা ঠেকাতে কিছু গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।
যদিও ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা-কর্মীদের গ্রেপ্তার করলেও পৌরশহরের তেমন কেউ এ তালিকায় ছিল না। অথচ জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে পুলিশকে দিয়েই ছাত্র-জনতার উপর দমন-পীড়ন চালানো হতো। পুলিশের এমন স্বজনপ্রীতির কারণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে স্থানীয়রা।
লিফলেট ফেলে যাওয়ার ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, এভাবে পুলিশের উদাসীনতায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বৃহস্পতিবার রাতে একটি মোটরসাইকেলে করে এসব লিফলেট ছড়ানো হয়। পুলিশ সদস্যরা সে সময় বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিলেন। আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাই, তবে তারা পালিয়ে যায়। তাদের শনাক্ত করতে কাজ চলমান রয়েছে।
মন্তব্য করুন