সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৫, ১১:২৬ পিএম
আপডেট : ০৩ মে ২০২৫, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

শরীরে আগুন লাগিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেপ্তার

অভিযুক্ত মো. আমিনুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
অভিযুক্ত মো. আমিনুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

সাতক্ষীরার তালায় প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রী শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত মসজিদের ইমাম মো. আমিনুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১ মে) রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আত্মহননকারী কলেজছাত্রীর পিতা মো. কামরুল ইসলাম সরদার বাদী হয়ে তালা থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃত মো. আমিনুর রহমান খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. রবিউল ইসলাম গাজীর ছেলে।

অগ্নিদগ্ধ হয়ে আত্মহননকারী কলেজছাত্রী সানজিদা আক্তার তুলি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মো. কামরুল ইসলাম সরদারের মেয়ে। সে তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, কলেজ ছাত্রী তুলি ঘোনা গ্রামে তাদের বাড়ির পাশের একটি মসজিদের ইমাম খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমিনুর রহমানকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু তার প্রস্তাবে ইমাম আমিনুর রহমান রাজি না হয়ে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। একপর্যায় কাউকে কিছু না জানিয়ে গত ১৫ দিন আগে মসজিদের ইমামতি ছেড়ে পালিয়ে বাড়িতে চলে যায় ইমাম আমিনুর। আমিনুর চলে যাওয়ার পর থেকে তুলি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

এক পর্যায় বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তার মা অন্যের বাড়িতে কাজে গেলে কেউ না থাকার সুযোগে তুলি গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। পরে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে জ্বলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে বিকেলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান কালবেলাকে বলেন, কলেজছাত্রী তুলির মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মৃতের পিতা মো. কামরুল ইসলাম সরদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মসজিদের ইমাম আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

কালিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি : ডা. শহিদুলের সঙ্গে হাজারো নেতাকর্মীর পদযাত্রা

বান্দরবান বিশ্ববিদ্যালয় / শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের সিদ্ধান্ত

আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

ভূমিকম্প আতঙ্ক / ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

নেই কোনো পানিপ্রবাহ, তবু নির্মাণ হচ্ছে ৯ কোটি টাকার সেতু

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ

১০

বাগদত্তার সঙ্গে উদ্যম নাচ ডাক্তারের, অতঃপর...

১১

ভূমিকম্পের ঘটনায় ঢাবিতে রোববারের ক্লাস-পরীক্ষা স্থগিত

১২

মার্কিনিকে আমন্ত্রণ জানিয়ে বিপদে ইসলামিক সংস্থার প্রধান

১৩

সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

কামিন্সের পরামর্শেই ওপেনিংয়ে নামেন হেড

১৫

তারেক রহমান সঠিক লোকের হাতেই প্রতীক তুলে দিয়েছেন : ড. এমএ কাইয়ুম

১৬

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

১৭

মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা / বিমা আইন সংশোধনের আগে আইডিআরএর সংস্কার প্রয়োজন

১৮

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল

১৯

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

২০
X