সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৫, ১১:২৬ পিএম
আপডেট : ০৩ মে ২০২৫, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

শরীরে আগুন লাগিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেপ্তার

অভিযুক্ত মো. আমিনুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
অভিযুক্ত মো. আমিনুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

সাতক্ষীরার তালায় প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রী শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত মসজিদের ইমাম মো. আমিনুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১ মে) রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আত্মহননকারী কলেজছাত্রীর পিতা মো. কামরুল ইসলাম সরদার বাদী হয়ে তালা থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃত মো. আমিনুর রহমান খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. রবিউল ইসলাম গাজীর ছেলে।

অগ্নিদগ্ধ হয়ে আত্মহননকারী কলেজছাত্রী সানজিদা আক্তার তুলি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মো. কামরুল ইসলাম সরদারের মেয়ে। সে তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, কলেজ ছাত্রী তুলি ঘোনা গ্রামে তাদের বাড়ির পাশের একটি মসজিদের ইমাম খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমিনুর রহমানকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু তার প্রস্তাবে ইমাম আমিনুর রহমান রাজি না হয়ে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। একপর্যায় কাউকে কিছু না জানিয়ে গত ১৫ দিন আগে মসজিদের ইমামতি ছেড়ে পালিয়ে বাড়িতে চলে যায় ইমাম আমিনুর। আমিনুর চলে যাওয়ার পর থেকে তুলি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

এক পর্যায় বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তার মা অন্যের বাড়িতে কাজে গেলে কেউ না থাকার সুযোগে তুলি গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। পরে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে জ্বলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে বিকেলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান কালবেলাকে বলেন, কলেজছাত্রী তুলির মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মৃতের পিতা মো. কামরুল ইসলাম সরদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মসজিদের ইমাম আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ধু নদে বাঁধ দিলে গুঁড়িয়ে ফেলবো : পাকিস্তান

সীমান্তে টিকটক, ৮ ঘণ্টা পর মামা-ভাগনেকে ফেরত দিল বিএসএফ

গোয়ায় দেবী যাত্রার সময় পদপিষ্টে ৬ প্রাণহানি

হেফাজতের মহাসমাবেশ চলছে

‘আমাদের যে গবেষণা সক্ষমতা আছে সেটা অনেক উন্নয়নশীল দেশের নেই’

টঙ্গীতে ভাঙারির গোডাউনে আগুন

বাড়ি হারিয়ে অসহায় কাশ্মীরিদের আর্তনাদ, দেখুন ছবিতে

বাঁধ নির্মাণকাজ ৩ দিন বন্ধ রাখতে বিএসএফের অনুরোধ 

গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা জারি

সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

১০

বুটেক্সের হলে থামেনি চুরির ঘটনা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

১১

ছুটির দিনেও ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'

১২

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

১৩

কাতার গেলেন সেনাপ্রধান

১৪

সংবিধান বানায় শাসকরা, গঠনতন্ত্র জনগণ : ফরহাদ মজহার

১৫

সৌদি আরবকে ভয়ংকর এআইএম-১২০ দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে যেতে পারে পাকিস্তান

১৭

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

১৮

গাজায় আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৯

স্থবির পরমাণু আলোচনা, কী বলছে ইরান

২০
X