কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০১:২৬ এএম
অনলাইন সংস্করণ

‘ইঞ্জিনিয়ার তুহিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার’

বক্তব্য রাখছেন মফিজুর রহমান লিটন। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন মফিজুর রহমান লিটন। ছবি : কালবেলা

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিগত আওয়ামী সরকার ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন।

শনিবার (০৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে ঢাকাস্থ নীলফামারী জেলা ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। তুহিন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই মামলায় শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের ২১ বছরের সাজা হয়। ১৭ বছর পর সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফেরেন তিনি। এরপর গত ৩০ এপ্রিল তুহিন এই দুই মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রথমে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ-১০ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তুহিন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তার চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করেন।

আবেদনে তারা বলেন, তুহিন হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এজন্য তাকে অ্যাম্বুলেন্সে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন।

মানববন্ধনে মফিজুর রহমান লিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো তার খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনও পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার। তিনি অবিলম্বে তুহিনের মুক্তি দাবি করেন।

কৃষক দলের এই কেন্দ্রীয় নেতা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা এখনো প্রত্যাহার হয়নি। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬০ লাখ নেতাকর্মী এখনো বিগত সরকারের আমলে হওয়া মিথ্যা মামলায় জর্জরিত। অতি শিগগিরই এসব মামলা নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

সংগঠনের নেতা জাহাঙ্গীর আলম পাটোয়ারীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- নীলফামারী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদাউন হক বাবু, রমনা থানা কৃষক দলের আহ্বায়ক বেলাল নবী ভূঁইয়া, পল্টন থানার আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, শাহবাগ থানার সদস্য সচিব মোঃ মনির হোসেন, ডিমলা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মমিন হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

কে এই তামিম রহমান?

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটির সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১০

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

১১

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

১২

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৩

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১৪

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১৫

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১৬

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

১৭

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

১৮

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

১৯

১৪ বছর পর ঢাকা থেকে করাচি যাবে বিমানের ফ্লাইট 

২০
X