চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি জায়গায় দেয়াল নির্মাণের অভিযোগ

সরকারি জায়গায় দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : কালবেলা
সরকারি জায়গায় দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : কালবেলা

চট্টগ্রামের পটিয়ায় সরকারি জায়গা দখল করে এলাকার পানি নিষ্কাশনের পথে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা দুই ভাই প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখল করে ভবন করেছেন। এতে এলাকার পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পুরো এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে গ্রামের কয়েক হাজার মানুষ চলাফেরা করেন।

রোববার (৪ মে) বেলা ১১টায় উপজেলার জিরি ইউনিয়নের উত্তর দেয়াং কোটরপাড়া এলাকায় এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জিরি ইউনিয়নের উত্তর দেয়াং কোটরপাড়া এলাকায় পানি নিষ্কাশনের জন্য সরকারি মৌজার একটি নালা আছে। সেটি মো. নেছার উদ্দিনের বাড়ির পাশে খাসজায়গার ওপর দিয়ে কর্ণফুলী নদী সংযুক্ত খালে পড়েছে। মো. নেছার উদ্দিন ও তার ভাই মো. আরিফ প্রভাব খাটিয়ে সেই জায়গায় নতুন ভবন করেছেন। ফলে পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এলাকার ব্যবহৃত পানি নালা উপচে সড়কে উঠে আসছে। আট মাস ধরে এ অবস্থা এখানে। পানি মাড়িয়ে মসজিদে, বিদ্যালয়ে যেতে হয়। প্রতিবাদ করলে তারা মামলার হুমকি দেন। অনেকে মিথ্যা মামলার কারণে বাড়িতে আসতে পারছেন না।

সকালে নেছার উদ্দিনের বাড়ির সামনে অবস্থান নেন কয়েকশ বাসিন্দা। তারা পানির মধ্যে দাঁড়িয়েই মানববন্ধন করেন। সেখানে তারা অবিলম্বে নালার ওপর থেকে স্থাপনা সরানোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সুলাইমান, স্থানীয় বাসিন্দা মো. আবু তালেব, আহমদ নূর, আলী আহমেদ, মো. বশীর, মহিউদ্দিন, সালাউদ্দিন, রোজিনা আক্তার, মর্জিনা বেগম প্রমুখ। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, দোকানি ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গত ২৪ এপ্রিল পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দেন এলাকাবাসী। তাতে উল্লেখ করা হয়, মো. নেছার উদ্দিন পুলিশের সাবেক কনস্টেবল। তার ছোট ভাই মো. আরিফ চট্টগ্রাম বিভাগের একটি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানববন্ধনের বিষয়ে জানতে তাদের উভয়কে একাধিকবার ফোন করলেও তা রিসিভ হয়নি।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান কালবেলাকে বলেন, এমন একটি অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এটি সার্ভে করবেন, কতটুকু জায়গায় সরকারি তালিকাভুক্ত। এটি যদি সরকারি খাস জায়গা হয়ে থাকে তাহলে মামলার মাধ্যমে অভিযান চালিয়ে তা ভেঙে ফেলা হবে। আশা করি, আগামী সপ্তাহের মধ্যেই সব কর্মকাণ্ড শেষ করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

যেসব লক্ষণে বুঝবেন আপনি লো ব্লাড প্রেশারে ভুগছেন

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

চুরির মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি, অতঃপর...

বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে দেশ সেরা ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনার পণ্য 

১০

জেন-জির নতুন ট্রেন্ড ‘থিম পার্টি’, কী হয় সেখানে

১১

নারী ওয়ানডে বিশ্বকাপ / আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

১২

মামলা নিয়ে বিচলিত নন পলক, আইনজীবীকে ট্রায়ালের প্রস্তুতির নির্দেশ

১৩

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই পিপির নিয়োগ বাতিল

১৪

ভরা মৌসুমেও ইলিশের আকাল

১৫

শোকজের জবাব দেবেন ফজলুর রহমান

১৬

হত্যাচেষ্টার নতুন মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার

১৭

অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের

১৮

প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

১৯

ইসলামী সংগীত গাইলেন ইউটিউবার সাইদুল হাসান

২০
X