সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আসছেন ইউটিউবার ও গণমাধ্যম কর্মী সাইদুল হাসান। প্রতিদিন তিনটি চারটি ভিডিও প্রচার করেন তার নিজস্ব ইউটিউব চ্যানেল। ভিডিওগুলো মূলত সাক্ষাৎকারধর্মী। শুরুতে বিনোদন ঘরানার ভিডিও বানালেও এখন রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও বানান।
তবে এবার ভিন্ন পরিচয়ে দর্শকদের সামনে আসলেন সাইদুল হাসান। এবার ইসলামী সংগীত গাইলেন। সংগীতের শিরোনাম ‘নিঃশ্বাসে নিঃশ্বাসে’। এটি লিখেছেন গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহফুজ বিল্লাহ সাহী সুরও তার করা। এ সংগীতে প্রথম গেয়েছেন জনপ্রিয় নাশিদ শিল্পী নওশাদ মাহফুজ। সম্প্রতি এ সংগীতটি রেকডিং সম্পন্ন করেছেন একই সঙ্গে এটির স্টুডিও ভার্সনে ভিডিও ধারণ করা হয়েছে। এটি শিগগিরই সাইদুল হাসানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল হাসান সাইদুল এ প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে সাইদুল হাসান বলেন, ‘ইসলামী সংগীত আমি ছোটবেলা থেকেই গেয়ে আসছি। তবে কখনও স্টুডিও আয়োজনে গাওয়া কিংবা রেকডিং করা হয়নি। দরদ দিয়ে মাহফুজ ভাইয়ের নাশিদটি গাইলাম। আমার বিশ্বাস দর্শকদের ভালা লাগবে’। এ ছাড়া সাইদুল আরও দুটি নাশিদ ‘সেরা জান্নাত’ ও ডেকে নেবে যেদিন আমারে’ রেকডিং করেছেন। ধারাবাহিক ভাবে নাশিদ দুটিও প্রচার করা হবে।’
মন্তব্য করুন