বগুড়ায় আব্দুল ওয়াহেদ ফকির (৪০) নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
ওয়াহেদ ফকির বগুড়ার গাবতলী উপজেলার গুরটুপনগর এলাকার আব্দুল গফুর ফকিরের ছেলে। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের সাতমাথায় মুক্তমঞ্চ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৪ মে) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে সনাতন ধর্মাম্বলীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা খন্দকারপাড়ার পলাশ কুমার মহন্ত বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল ওয়াহেদ ফকির। তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছু লিখিনি। আমি ব্যক্তিগত রোশানলের শিকার। এক মহল আমার বিরুদ্ধে বেশ কিছু দিন ধরে লেগেছে। তাদের ষড়যন্ত্রের শিকার হয়েছি।’
মন্তব্য করুন