ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পিকনিকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরপুট্টি গ্রামে রোববার (৪ মে) রাতে চার ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়।
নিহত কুদ্দুস মোল্লা (৬০) মকরমপুট্টি গ্রামের বাসিন্দা এবং বজলু মুন্সি সমর্থক। বিষয়টি নিশ্চিত করেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মকরমপুট্টি গ্রামে একটি দলের নেতৃত্ব দেন দবির মাতুব্বর। অন্য দলের নেতৃত্ব দেন বজলু মুন্সি। সোমবার আনুষ্ঠানিকভাবে দবির মাতুব্বরের দলে যোগ দিবেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিরাজ মেম্বার। এই যোগদান উপলক্ষে দবির মাতুব্বর পিকনিকের আয়োজন করেন।
এ নিয়ে বজলু মুন্সি ও দবির মাতব্বরের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই জের ধরে উভয় দল দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলা সংঘর্ষে গুরুতর আহত কুদ্দুস মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা জোবায়ের নাদিম জানান, কুদ্দুস মোল্লা নামের এক বৃদ্ধা গলায় দেশীয় অস্ত্রের আঘাতে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত ১৫-২০ জন ভর্তি হয়েছেন এবং আরো অনেকে আসছেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, নিহত ও আহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
মন্তব্য করুন