বরিশালের বানারীপাড়া উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে ছেলে জ্ঞান হারান। তাকে বাঁচাতে বৃদ্ধ বাবা আগপিছ না ভেবে ট্যাংকে নেমে তিনিও জ্ঞান হারান। পরে হাসপাতালে নেওয়া হলে দুজনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়িতে ওই ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন উদয়কাঠি গ্রামের কামরুল ইসলাম হায়দার (৪৩) ও তার বৃদ্ধ বাবা আবুল কালাম হাওলাদার (৭০)। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম হায়দার নিজ বাড়িতে নতুন নির্মিত সেপটিক ট্যাংকের উপরিভাগের সেন্টারিং খুলে উপরে দাঁড়িয়ে বালতি দিয়ে ভেতরে জমে থাকা পানি পরিষ্কার করছিলেন। এক পর্যায়ে তার হাতে থাকা বালতি ট্যাংকের ভেতরে পড়ে যায়। ওই বালতি তুলতে গিয়ে ট্যাংকের মধ্যে নেমে অজ্ঞান হয়ে পড়েন তিনি।
এ দৃশ্য দেখে ছেলেকে উদ্ধারের জন্য বৃদ্ধ বাবা আবুল কালাম হাওলাদার সেপটিক ট্যাংকের ভেতরে নেমে তিনিও জ্ঞান হারান।
পরে স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে পাশের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, ‘অসাবধানতাবশত মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন বাবা-ছেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মন্তব্য করুন