এম. শামীম, পবা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুপক্ষের দ্বন্দ্ব : প্রধান শিক্ষকের কক্ষে তালা, চেয়ার ঝুলছে গাছে

বিএনপির দুপক্ষের দ্বন্দ্বে প্রধান শিক্ষকের কক্ষে তালা ও চেয়ার ঝুলিয়ে রাখা হয়েছে গাছে। ছবি : কালবেলা
বিএনপির দুপক্ষের দ্বন্দ্বে প্রধান শিক্ষকের কক্ষে তালা ও চেয়ার ঝুলিয়ে রাখা হয়েছে গাছে। ছবি : কালবেলা

ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বাগধানী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে তিন দিন ধরে তালা ঝুলছে। মঙ্গলবার (০৬ মে) সকালে কক্ষে তালা দেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষক মোসা. মঞ্জু মনোয়ারাকে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ রয়েছে।

শুধু তাই নয়; প্রধান শিক্ষকের চেয়ার ফেলে দেওয়া হয়েছিল পুকুরে। পরে সেই চেয়ার বৃহস্পতিবার (০৮ মে) সকাল থেকে বিদ্যালয়ের একটি আমগাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসছেন, কিন্তু নিজের কক্ষে ঢুকতে পারছেন না। কিন্তু কক্ষে এভাবে তালা ঝুলিয়ে রাখায় বিদ্যালয়টিতে ব্যাহত হচ্ছে পাঠদানসহ নানা কার্যক্রম ।

এদিকে এমন ঘটনায় বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শন করেছেন পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে রেখে পাঠদানসহ সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপেরও আশ্বাস দেন।

বিদ্যালয়, বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের আগে বাগধানী উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান। এরপর ৩ মার্চ কমিটির নতুন সভাপতি হন বিএনপি সমর্থিত মামুন-অর-রশিদ। তিনি নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রফিকুলের রাজনৈতিক প্রতিপক্ষ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন মোল্লা। তিনি পৌর বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নাজিম সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. মোকবুল হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তারা বিদ্যালয়ের ওই কমিটি মেনে নেননি।

গত মঙ্গলবার কমিটির সভা ছিল। সেখানে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যাওয়ার আগে সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে প্রধান শিক্ষককে বাইরে বের করে তার কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার সকালের এ ঘটনার পর বুধবার (০৭ মে) দুপুরে পবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষক মঞ্জু মনোয়ারা।

এতে নওহাটা পৌরসভার বাঘাটা গ্রামের বাসিন্দা ও পৌর যুবদলের মো. আতাউর (৩৫), বাগাসার উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক ও পৌর যুবদলের মো. মকসেদ আলী (৩৫), সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন মোল্লা (৫০) এবং বাগধানী গ্রামের মো. জমসেদের (৪০) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিবাদীরা বাগধানী উচ্চবিদ্যালয়ের কমিটির সভার সময় জোর করে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। তিনি এসব করতে নিষেধ করলে তারা অফিসকক্ষ ভাঙচুর করেন এবং তাকে মারধর করে বের করে দেয়। পরে কক্ষে তালা দিয়ে তারা চলে যান। অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষকের কক্ষের দুটি দরজায় চারটি তালা লাগানো। বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি আমগাছে ঝুলিয়ে রাখা হয়েছে প্রধান শিক্ষকের ভাঙ্গা চেয়ার। বিদ্যালয়ের অন্য শিক্ষকদের সঙ্গে পাশের একটি কক্ষে বসে ছিলেন প্রধান শিক্ষক।

জানতে চাইলে মোসা. মঞ্জু মনোয়ারা বলেন, এটা বিএনপির নিজেদের মধ্যে দ্বন্দ্ব। এখানকার কোনো ইস্যু না। তিনি বিষয়টি ইউএনও ও থানা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছিলেন। বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে এসে সরেজমিন পর্যবেক্ষণ করেছেন। আমি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

আবেগতাড়িত হয়ে প্রধান শিক্ষক বলেন, ‘বাগসারা স্কুলের পিয়ন এখানে এসে স্কুল চলাকালে কী করে আমাকে গালাগাল করেন? আমি নিরাপত্তা চাই।’

জানতে চাইলে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মামুন-অর-রশিদ বলেন, ‘আমাকে নিময় মেনেই ম্যানেজিং কমিটির সভাপতি করা হয়েছে। গত মঙ্গলবার আমাদের কমটির প্রথম মিটিং হওয়ার কথা ছিল। আমরা মিটিংয়ে যাওয়ার আগেই স্থানীয় কিছু লোকজন প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। তার চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনগত পদক্ষেপ চেয়ে আবেদন করেছি।’

এ বিষয়ে নওহাটা পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আতর আলী বলেন, ‘যাকে সভাপতি করা হয়েছে, সে এ এলাকার কেউ নয়। আমরা চাই, বাগধানী এলাকার কাউকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হোক। এজন্য স্থানীয় কিছু লোকজনসহ আমরা প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছি। কাউকে মারধর কিংবা শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি।’

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। একজন এসআইকে সরেজমিনে তদন্ত করতে পাঠানো হয়েছিল। কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কোনো ঘটনা পাওয়া যায়নি। তবে চেয়ার-ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়া হয়েছে। বিষয়টি ইউএনও দেখবেন।’

পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে পরিদর্শন করে এসেছি। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আশা করছি, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তায় নামার আহ্বান এনসিপি নেতাদের

‘বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর করা হবে’

আ.লীগ মানেই পালানোর ইতিহাস : টুকু

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

বাজার থেকে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজার

ভারতের দুটি রাফাল ভূপাতিত করা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র, চুপ দিল্লি

বিএনপি নেতার চাঁদা দাবির অডিও ভাইরাল

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত দুই শিক্ষার্থী

ববি ভিসির বিধি লঙ্ঘন ও অনিয়মের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে

নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার

১০

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ

১১

বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

১২

সীমান্ত উত্তেজনার ছায়ায় মাঝপথে বন্ধ হয়ে গেল আইপিএল ম্যাচ!

১৩

‘শিশুদের সঠিক শিক্ষা দিলে দেশ ভবিষ্যতে ভালোর দিকে আগাবে’

১৪

পাকিস্তানের এফ-১৬ ভূপাতিত করার দাবি ভারতের

১৫

আদালতে আইনজীবীদের হট্টগোল, এজলাস ছাড়লেন বিচারক 

১৬

ওয়ারেন্ট নিয়ে নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ

১৭

ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির আহ্বান গণতন্ত্রী পার্টির

১৮

এখন সময় আঙুল বাঁকা করার : সারজিস

১৯

নতুন পোপ নির্বাচিত

২০
X