ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হুসাইনকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (০৭ মে) ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মুস্তাক আহামেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার (০৮ মে) বিকেলে প্রকাশ্যে আসে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় মিলন হুসাইনকে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন পিকুল এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন দেন।
এ বিষয়ে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মিলন হুসাইন বলেন, কী অভিযোগে বহিষ্কার করা হয়েছে তা আমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানতে পেরেছি।
মন্তব্য করুন