বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, এ দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাত নেই। এত বছর বাংলাদেশের মানুষদের ভুল বুঝিয়ে অনেক অন্ন ধ্বংস করেছে। এখন শেখ হাসিনার মতো পালিয়ে গিয়ে দেশকে মুক্ত করেন।
শুক্রবার (৯ মে) পিরোজপুরের নেছারাবাদে বন্দর বাজার কমিটির অফিস কক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সদস্য সংগ্রহ উপলক্ষে বর্ধিত সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, আমাদের দলে কিছু উচ্ছৃঙ্খল লোক রয়েছে। তারা দলের ভাবমূর্তি নষ্ট করছে। তাদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে হবে। অপরাধী যেই হোক অপরাধে চিহ্নিত হলে তাকে বহিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের নেতাকর্মীদের পালিয়ে থাকতে হয়েছে। তাদের নামে একাধিক মিথ্যা মামলা ও হামলা হয়েছে। যারা ত্যাগী ও ক্লিন ইমেজের নেতাকর্মী আছে তাদের নিয়ে একটি শক্তিশালী সংগঠন তৈরি করতে হবে।
বর্ধিত সভায় নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব মো. ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দীন রানা, উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত প্রমুখ।
মন্তব্য করুন