ভোট চুরিতে জড়িত কর্মকর্তারা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বহাল রয়েছে, এদের সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।
শনিবার (১০ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ঘটবর দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাওলানা ইকবাল বলেন, যে প্রশাসনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার দিনের ভোট রাতে সম্পন্ন করেছে, প্রশাসনের সেই কর্মকর্তারা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বহাল রয়ে গেছে। আমরা চাই সেসব অপরাধীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। কাজেই আমরা আগে এই দোষীদের বিচারের মাধ্যমে সংস্কার চাই, তারপর নির্বাচন।
তিনি বলেন, বন্ধু সংগঠনগুলো থেকে জিকির করা হচ্ছে- সংস্কার চাই না, নির্বাচন চাই। আমরা মনে করি, এতে কুমতলব আছে। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা যারা প্রশাসনে রয়েছে, তাদের হয়তো তারাও ব্যবহার করতে চায়। এজন্য তারা সংস্কার চান না, তবে আমরা সংস্কার চাই।
ইকবাল হোসাইন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যেভাবে হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করেছি; তেমনি অপহৃত ভোটাধিকারকে পুনরুদ্ধার করতে চাই। বিগত দিনে আমরা দেখেছি ক্ষমতাসীন দলের লোকজন ছাড়া অন্যদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। আমরা সেই পরিবেশ করতে চাই, যে পরিবেশে মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
তিনি বলেন, আজ আওয়ামী ফ্যাসিস্টরা নেই, তারপরও চাঁদাবাজি বন্ধ হয়নি, জবরদখল বন্ধ হয়নি। কারা করছে তাদের চিহ্নিত করতে হবে। আগামী নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই।
মন্তব্য করুন