সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৩:০৭ পিএম
আপডেট : ১০ মে ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তবর্তী ভারতের তিন জেলায় কারফিউ জারি

সিলেটের জৈন্তাপুর সীমান্ত। পুরোনো ছবি
সিলেটের জৈন্তাপুর সীমান্ত। পুরোনো ছবি

সিলেটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের তিন জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (৮ মে) ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জৈন্তিয়া হিলসে এই কারফিউ জারি করা হয়। কারফিউ জারির বিষয়টি চিঠির মাধ্যমে সিলেটের জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

শনিবার (১০ মে) বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলসের জেলা ম্যাজিস্ট্রেট শ্রী শিবাংশ আরস্থির স্বাক্ষরিত আদেশে বলা হয়, পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার আন্তর্জাতিক সীমান্ত এখনো সম্পূর্ণভাবে বেড়া দিয়ে ঘেরা নয়। এ কারণে এই অঞ্চলে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠী, চোরাকারবারি ও অবাঞ্ছিত অনুপ্রবেশকারীরা রাতে সীমান্ত অতিক্রম করে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন। এই পরিস্থিতিতে ৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি থাকবে। আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে ৫০০ মিটার এলাকাজুড়ে এই কারফিউ থাকবে। কারফিউয়ের সময়সীমা প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

এ ছাড়া সীমান্ত এলাকা সম্পূর্ণরূপে বেড়াবিহীন হওয়ায় এটি চোরাচালানকারি, অবৈধ অনুপ্রবেশকারী ও নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের জন্য ঝুঁকিপূর্ণ প্রবেশপথে পরিণত হয়েছে। ফলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউয়ের আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

সিলেট বিজিবির (৪৮ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক কালবেলাকে বলেন, ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জৈন্তিয়া হিলস জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির প্রশাসন। আমরা সীমান্ত সুরক্ষিত রাখার চেষ্টা করছি। চোরাচালান রোধে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী কালবেলাকে বলেন, সীমান্তবর্তী তিন জেলায় কারফিউ জারির খবরটি শুনেছি। কারফিউ ঘোষিত সীমান্তবর্তী এই ৩টি জেলা সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহের বিপরীতে অবস্থিত। বিজিবির পক্ষ থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। এখন সেটা আরও জোরদার করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কালবেলাকে বলেন, সিলেটের গোয়াইনঘাট সীমান্তবর্তী ভারতের জৈন্তিয়া হিলস জেলা প্রশাসন রাত্রিকালীন কারফিউ জারি করেছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। সেখানকার জেলা ম্যাজিস্ট্রেট একটি অনুলিপির মাধ্যমে বিষয়টি আমাদের জানিয়েছেন।

তিনি আরও বলেন, বর্ডার এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাইকিং করানো হচ্ছে। স্থানীয় মেম্বার, চেয়ারম্যানরা যেন সামাজিক সচেতনতা তৈরি করেন সে বিষয়েও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আ.লীগ নিষিদ্ধে আইনগত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা দরকার’

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির বার্তায় যা লিখলেন ট্রাম্প

সুযোগ পেলে জাতীয় খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করা সম্ভব : তামিম

সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

আ.লীগ নিষিদ্ধে বিএনপি অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ

‘উত্তেজনা বৃদ্ধি চাই না’ বলছে দিল্লি

পাকিস্তানের নতুন অভিযান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ অর্থ কি?

তরুণরাই বিএনপির শক্তি, পরিবর্তনের প্রধান হাতিয়ার : নাসির

ফ্যাসিবাদের পতনের পর নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে : ডা. তাহের

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে তামিম ইকবাল

১০

বাংলাদেশের আরও দুই টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ ভারতে

১১

শাহবাগে বসেছে জুলাই মঞ্চ

১২

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

১৩

ভবিষ্যতে যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ হিসেবে নেবে ভারত

১৪

চট্টগ্রামে গ্রেপ্তার ২ ডাকাতকে আদালতে সোপর্দ

১৫

‘ভোট চুরিতে জড়িত কর্মকর্তারা এখনো বহাল রয়েছে’

১৬

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সূচনা

১৭

বগুড়ায় আলোচিত সন্ত্রাসী ঝুমুরসহ গ্রেপ্তার ২

১৮

কৃষক লীগ নেত্রী শামীমা ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার

১৯

আজাদ কাশ্মীরে ভারতের হামলায় হতাহতের খবর জানাল পাকিস্তান

২০
X