নরসিংদীতে পাওনা ৫০০ টাকার জন্য ইসমাইল হোসেন নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের কামাল উদ্দিনের ছেলে। তিনি খিলপাড়ার পুবালী এলাকার একটি কলোনীতে পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন।
স্থানীয়রা জানান, পলাশ উপজেলার খিলপাড়া এলাকায় একটি কলোনীতে সপরিবারে বসবাস করে দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে আসছিলেন ইসমাইল হোসেন। তার স্ত্রী স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। একমাত্র মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। ইসমাইলের কাছে ৫০০ টাকা পেতেন খিলপাড়া এলাকার আহসান মিয়ার ছেলে আফজাল হোসেন।
তারা আরও জানান, পাওনা টাকা নিয়ে শনিবার রাতে পূবালী বাজারের পাশে খিলপাড়া এলাকায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পাশের একটি দোকান থেকে ছুরি নিয়ে ইসমাইলের পেটে আঘাত করেন আফজাল হোসেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে আফজাল পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ইসমাইলকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ইসমাইলের মৃত্যু হয়।
পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, মাত্র ৫০০ টাকা পাওনা নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে ইসমাইলকে হত্যার পর অভিযুক্ত আফজাল পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন