বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক বিজিবি, নিরাপত্তা জোরদার

বড়লেখা-বিয়ানীবাজার সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। ছবি : কালবেলা
বড়লেখা-বিয়ানীবাজার সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধ পুশ ইনের ঘটনা বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশ ইন প্রতিরোধে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন।

শনিবার (১০ মে) সারাদিন সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে বিজিবিকে সক্রিয়ভাবে টহল দিতে এবং সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালাতে দেখা গেছে।

প্রসঙ্গত, গত দুদিনে বিএসএফ বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শতাধিক মানুষকে পুশ ইন করে। এর মধ্যে ৪৪ জনকে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী উপজেলায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। জুড়ী উপজেলার রাজকী বিওপি থেকে বড়লেখা উপজেলার সীমান্ত হয়ে বিয়ানীবাজারের গজুকাটা বিওপি পর্যন্ত এর বিস্তৃতি। সীমান্তের অনেক জায়গায় নেই তারকাটা বেড়া। গহীন অরণ্যের মধ্যের সীমান্ত দিয়ে বিজিবির টহল টিমের চোখ ফাঁকি দিয়ে গত কয়েকদিন ধরে বিএসএফ অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশি লোকজনকে ধরে ধরে পুশ ইন করছে।

সীমান্তবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুদিনে শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ।

আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সীমান্তের ওপারে আরও অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করার প্রস্তুতিতে রয়েছে বিএসএফ। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি শুক্রবার সকাল থেকে সতর্ক অবস্থায় দিনরাত টহল জোরদার করেছে। সরেজমিনে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর, কুমারশাইল, নিউ পাল্লাথল, বোবারথল, বিয়ানীবাজারের শেওলা, গজুকাটা, জুড়ী উপজেলার ফুলতলা, রাজকী সীমান্তে বিজিবি সদস্যদের অত্যন্ত সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সীমান্ত এলাকার রাস্তাঘাটে চলাচলকারি যানবাহন তল্লাশি করতেও দেখা যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান (পিপিএম) রাত সাড়ে ৮টায় কালবেলাকে জানান, টহল জোরদারের পর থেকে বিএসএফের পুশ ইনের কোনো খবর পাওয়া যায়নি। পুশ ইন ঠেকাতে বিজিবি সীমান্তে খুবই সতর্ক অবস্থায় টহল দিচ্ছে। টহল জোরদার ও যানবাহন তল্লাশি অভিযানের কারণে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তার (ব্যাটালিয়ন অধিনায়ক) আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে পুশ ইনের কোনো ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থিতা ফিরে পেতে মানতে হবে যেসব নির্দেশনা

হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন

টুঙ্গিপাড়ায় এনসিপির আরিফুল দাড়িয়ার মনোনয়ন বৈধ

সংবাদ সম্মেলন ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প

রনির মনোনয়নপত্র বাতিল, কারণ জানাল ইসি

মার্কিন হামলায় ভেনেজুয়েলার পক্ষ নিল কারা?

গ্যাস সিন্ডিকেট ভাঙতে মোবাইল কোর্টের অভিযান, অতঃপর...

পোস্টাল ভোটদানের ছবি-ভিডিও শেয়ারে যে শাস্তি দেবে ইসি

দিনাজপুর-৩ / খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত, বিএনপির প্রার্থী জাহাঙ্গীর

রাজশাহীতে জমা দেওয়া ৩৮ প্রার্থীর অর্ধেকেরই মনোনয়ন বাতিল

১০

বিশ্লেষণ / যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলায় হামলা করল : তেল, ক্ষমতা ও ‘নতুন মনরো নীতি’র সমীকরণ

১১

তিন ভাই মিলে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

১২

মনোনয়নপত্র নিয়ে তাসনিম জারার নতুন বার্তা

১৩

পরাজিত শক্তির বাধা পেরিয়ে নির্বাচনের দিকে যেতে চাই : উপদেষ্টা রিজওয়ানা

১৪

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল

১৫

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের যাত্রা শুরু

১৬

শীত এলেই ত্বকের সমস্যা? এই উপাদানগুলো বাদ দিন এখনই

১৭

ওসিকে হুমকি, বৈষম্যবিরোধী সেই নেতাকে শোকজ

১৮

যে কারণে শান্তিতে নোবেল পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী

১৯

এনসিপি নেত্রী নীলিমা দোলার পদত্যাগ

২০
X