বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক বিজিবি, নিরাপত্তা জোরদার

বড়লেখা-বিয়ানীবাজার সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। ছবি : কালবেলা
বড়লেখা-বিয়ানীবাজার সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধ পুশ ইনের ঘটনা বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশ ইন প্রতিরোধে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন।

শনিবার (১০ মে) সারাদিন সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে বিজিবিকে সক্রিয়ভাবে টহল দিতে এবং সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালাতে দেখা গেছে।

প্রসঙ্গত, গত দুদিনে বিএসএফ বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শতাধিক মানুষকে পুশ ইন করে। এর মধ্যে ৪৪ জনকে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী উপজেলায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। জুড়ী উপজেলার রাজকী বিওপি থেকে বড়লেখা উপজেলার সীমান্ত হয়ে বিয়ানীবাজারের গজুকাটা বিওপি পর্যন্ত এর বিস্তৃতি। সীমান্তের অনেক জায়গায় নেই তারকাটা বেড়া। গহীন অরণ্যের মধ্যের সীমান্ত দিয়ে বিজিবির টহল টিমের চোখ ফাঁকি দিয়ে গত কয়েকদিন ধরে বিএসএফ অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশি লোকজনকে ধরে ধরে পুশ ইন করছে।

সীমান্তবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুদিনে শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ।

আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সীমান্তের ওপারে আরও অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করার প্রস্তুতিতে রয়েছে বিএসএফ। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি শুক্রবার সকাল থেকে সতর্ক অবস্থায় দিনরাত টহল জোরদার করেছে। সরেজমিনে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর, কুমারশাইল, নিউ পাল্লাথল, বোবারথল, বিয়ানীবাজারের শেওলা, গজুকাটা, জুড়ী উপজেলার ফুলতলা, রাজকী সীমান্তে বিজিবি সদস্যদের অত্যন্ত সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সীমান্ত এলাকার রাস্তাঘাটে চলাচলকারি যানবাহন তল্লাশি করতেও দেখা যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান (পিপিএম) রাত সাড়ে ৮টায় কালবেলাকে জানান, টহল জোরদারের পর থেকে বিএসএফের পুশ ইনের কোনো খবর পাওয়া যায়নি। পুশ ইন ঠেকাতে বিজিবি সীমান্তে খুবই সতর্ক অবস্থায় টহল দিচ্ছে। টহল জোরদার ও যানবাহন তল্লাশি অভিযানের কারণে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তার (ব্যাটালিয়ন অধিনায়ক) আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে পুশ ইনের কোনো ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

১০

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

১১

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

১২

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

১৩

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১৪

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

১৫

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

১৬

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১৭

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১৮

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১৯

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

২০
X