বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক বিজিবি, নিরাপত্তা জোরদার

বড়লেখা-বিয়ানীবাজার সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। ছবি : কালবেলা
বড়লেখা-বিয়ানীবাজার সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধ পুশ ইনের ঘটনা বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশ ইন প্রতিরোধে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন।

শনিবার (১০ মে) সারাদিন সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে বিজিবিকে সক্রিয়ভাবে টহল দিতে এবং সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালাতে দেখা গেছে।

প্রসঙ্গত, গত দুদিনে বিএসএফ বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শতাধিক মানুষকে পুশ ইন করে। এর মধ্যে ৪৪ জনকে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী উপজেলায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। জুড়ী উপজেলার রাজকী বিওপি থেকে বড়লেখা উপজেলার সীমান্ত হয়ে বিয়ানীবাজারের গজুকাটা বিওপি পর্যন্ত এর বিস্তৃতি। সীমান্তের অনেক জায়গায় নেই তারকাটা বেড়া। গহীন অরণ্যের মধ্যের সীমান্ত দিয়ে বিজিবির টহল টিমের চোখ ফাঁকি দিয়ে গত কয়েকদিন ধরে বিএসএফ অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশি লোকজনকে ধরে ধরে পুশ ইন করছে।

সীমান্তবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুদিনে শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ।

আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সীমান্তের ওপারে আরও অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করার প্রস্তুতিতে রয়েছে বিএসএফ। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি শুক্রবার সকাল থেকে সতর্ক অবস্থায় দিনরাত টহল জোরদার করেছে। সরেজমিনে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর, কুমারশাইল, নিউ পাল্লাথল, বোবারথল, বিয়ানীবাজারের শেওলা, গজুকাটা, জুড়ী উপজেলার ফুলতলা, রাজকী সীমান্তে বিজিবি সদস্যদের অত্যন্ত সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সীমান্ত এলাকার রাস্তাঘাটে চলাচলকারি যানবাহন তল্লাশি করতেও দেখা যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান (পিপিএম) রাত সাড়ে ৮টায় কালবেলাকে জানান, টহল জোরদারের পর থেকে বিএসএফের পুশ ইনের কোনো খবর পাওয়া যায়নি। পুশ ইন ঠেকাতে বিজিবি সীমান্তে খুবই সতর্ক অবস্থায় টহল দিচ্ছে। টহল জোরদার ও যানবাহন তল্লাশি অভিযানের কারণে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তার (ব্যাটালিয়ন অধিনায়ক) আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে পুশ ইনের কোনো ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরের সংস্কার নিয়ে যা জানা গেল

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের মৃত্যুদণ্ড

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ শিশু তামিমের

নির্বাচন উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

চানখাঁরপুলে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা, জেনে নিন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বিস্ফোরণ

ক্রাচে ভর দিয়ে পার্টিতে হৃতিক, কী হয়েছে নায়কের পায়ে

গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল, তবে...

১০

ভয় দেখিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : আমান

১১

ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১২

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মী

১৩

‘রাজাসাব’ ফ্লপ হতেই প্রভাস ভক্তদের রোষানলে নির্মাতা

১৪

গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে হামলা ও আগুন

১৫

যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর

১৬

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

১৭

প্রধান উপদেষ্টা / গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

১৮

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

১৯

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

২০
X