হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

থামছেই না পদ্মার ভাঙন

পদ্মা নদীতে ভাঙন। ছবি : কালবেলা
পদ্মা নদীতে ভাঙন। ছবি : কালবেলা

পদ্মার ভাঙনরোধে টেকসই হচ্ছে না জিও ব্যাগ। অনেক জায়গায় জিও ব্যাগসহ ধসে যাচ্ছে। এতে আতংকে দিন পার করছেন মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মাপাড়ের মানুষরা।

রোববার (১২ মে) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর কালিতলা এলাকার পদ্মা তীরবর্তী বাসিন্দারা স্থায়ী বেড়িবাঁধের দাবি করেন।

জানা যায়, এ উপজেলায় প্রায় পঞ্চাশ দশক থেকে অনবদ্য নদী ভাঙনের ফলে ১৩টি ইউনিয়নের মধ্যে ৯ ইউনিয়নই নদীভাঙনের কবলে পড়ে। আজিমনগর, সুতালড়ী ও লেছড়াগঞ্জ তিনটি ইউনিয়ন সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে এই তিন ইউনিয়নে চর জাগলে নব্বই দশকের শেষ দিকে জনবসতি গড়ে ওঠে।

ভাঙনকবলিত অন্যতম আরেকটি ইউনিয়ন কাঞ্চনপুর। এ ইউনিয়নের ১৩টি মৌজার মধ্যে ১২টি মৌজা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এতে এই ইউনিয়নের প্রায় ১২টি গ্রাম পুরোপুরি নদীতে বিলীন হয়ে যায়। এখনো প্রতি বছর বর্ষা মৌসুমে নতুন জোয়ারের পানি আসতে না আসতেই নদীর তীব্র স্রোতে নদীর পাড় ধসে ভাঙন দেখা দেয়। প্রতি বছরই বিলীন হচ্ছে বসতবাড়িসহ ফসলি জমি। এতে বসতভিটা জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে নদী পাড়ের শত শত পরিবার। বাপ-দাদার ভিটেবাড়ি জমি হারিয়ে অনেকে এখন অন্যের জায়গা ভাড়া নিয়ে কোনোরকমে মাথাগুঁজে বাস করছেন।

সরেজমিনে দেখা যায়, কাঞ্চনপুর ইউনিয়নের মালুচী এলাকা নদীর তীর থেকে আধা কিলোমিটার দূর থেকেই নদীতে অসংখ্য ডুবোচরসহ বড় আকৃতির চর জেগে উঠেছে। এলাকার জনগণ আশংকা করছেন জোয়ারের পানি আসার সঙ্গে সঙ্গেই ভাঙনের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও নদীর তীরবর্তী এলাকা থেকে রাতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর তীর ঘেঁষে গভীরতা দেখা দিয়েছে বলেও অনেকে অভিযোগ করেন। তবে অধিকাংশ জায়গায় আপৎকালীন জিও ব্যাগ ফেললেও জোয়ারের পানির তোড়ে অনেক জায়গায় জিও ব্যাগসহ ধসে ভাঙন দেখা দেয়। আবার কিছু জায়গায় এখনো কোনো জিও ব্যাগও পড়েনি।

কুশিয়ার চর গ্রামের বাসিন্দা আইয়ুব খান জানান, প্রায় পঞ্চাশ বছর আগে আমার বাপ-দাদার বসতবাড়ি, জমি-জমা পদ্মায় বিলীন হয়ে গেছে। প্রায় আশি বিঘা ফসলি জমিসহ বসতভিটা পদ্মায় যাওয়ায় সর্বস্ব হারিয়ে এখন আমরা একেবারে নদীর তীরে বসবাস করছি। আমাদের এখানে পানি আসে পশ্চিম দিক থেকে। সামনে আষাঢ় মাসে জোয়ারের পানি আসা শুরু হলে আবারও ভাঙনের সম্ভাবনা রয়েছে। জিও ব্যাগে আসলে ভাঙন সাময়িকভাবে রোধ করা গেলেও মূলত এখানে স্থায়ী বেড়িবাঁধ ছাড়া আমাদের এলাকা রক্ষা করা যাবে না। এবার ভাঙন দেখা দিলে আমার আর এই বাড়িটুকু থাকবে না।

একই গ্রামের বাবুল গায়ানের স্ত্রী সালমা বেগম জানান, ‘আমাগো বাড়ি প্রথম ভাঙছে বিশ বছর আগে। তারপর দ্বিতীয় ভাঙা দিছে প্রায় দশ বছর আগে। সবশেষ ভাঙছে পাঁচ বছর আগে। বসতবাড়ি জমি-জমা হারিয়ে আজ আমরা পথের ফকির। এখন অন্য মানুষের জায়গায় আছি। এ জায়গাটুকুও কখন জানি চলে যায়।’

কাঞ্চনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিয়াউর রহমান জানান, কুশিয়ারচর এলাকায় গত দুই বছর আগে ভাঙনরোধে আপৎকালীন যে জিওব্যাগ ফেলেছিল তা নষ্ট হয়ে গেছে। এই এলাকায় এখনো মালুচি গ্রামে কোনো জিও ব্যাগ পড়েনি। তাই জোয়ারের পানি আসতে না আসতেই ভাঙন দেখা দিচ্ছে। মূলত স্থায়ী বাঁধের ব্যবস্থা না হলে ভাঙনরোধ সম্ভব নয়।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান ইনকিলাবকে বলেন, হরিরামপুর উপজেলার পদ্মা নদীর স্থায়ী ভাঙন থেকে রক্ষার্থে প্রায় ১২ কিলোমিটার জরিপ কাজ সম্পন্ন হয়েছে। ডিপিপি প্রণয়নের জন্য ডিজাইন কাজ চলমান। তাছাড়া হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ, সুতালড়ি, আজিমনগর ইউনিয়ন যেন পদ্মা নদীর ভাঙনকবলিত না হয় সেজন্য ফিজিবিলিটি স্টাডি পূর্বক ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হবে। সমগ্র জেলার নদীভাঙন এলাকা সার্বক্ষণিক মনিটরিং জোরদার রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাক-ভারত সংঘাতে দুই ঈগলে এগিয়ে কোনটি

সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন ড. ফরহাদ

প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিলেন আনচেলত্তি

কুয়েটে আন্দোলনকারী শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ

লক্ষ্মীপুরে বিদেশি মুদ্রাসহ আটক ২

ভারতীয় রাফালের নারী পাইলট পাকিস্তানের হাতে আটক?

হাটহাজারীতে তিন ডাকাত গ্রেপ্তার, উদ্ধার হাঁসুয়া-চাপাতি-ছুরি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন ঘেরাও করে হামলা, আহত ১০

মহাখালী ডিওএইচএস থেকে সিগারেট কারখানা অপসারণ জরুরি

ঢাবির মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

১০

রাশিয়ান ফেডারেশনের অনুষ্ঠানে জামায়াতের যোগদান

১১

শাহে আলম মুরাদ ফের ৪ দিনের রিমান্ডে

১২

শহরের তাপমাত্রা কমাতে নগর কৃষিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

১৩

মিথ্যা মামলা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

১৪

রাজনীতিবিদদের আশ্রয়ে একদল দুর্বৃত্ত জীববৈচিত্র্য ধ্বংস করছে : ডা. শফিকুর রহমান

১৫

কুমিল্লা সিটি করপোরেশনে সেবা ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

১৬

রাষ্ট্র সংস্কার নিয়ে ‘পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স’ ২২ জুন

১৭

৩২ বছর পর আসামিদের অব্যাহতি, প্রতিবাদে সড়কে স্থানীয়রা

১৮

পাকিস্তানের আরেক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের

১৯

মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু, বিনামূল্যে চিকিৎসা

২০
X