রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে সালেহা বেওয়া (৭৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম পূর্ব পাড়ার মৃত নুইমদ্দিনের মেয়ে।
সোমবার (১২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার কোর্ট স্টেশন সংলগ্ন মহিষ বাথান রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই বৃদ্ধা নারী রেলের জায়গাতেই থাকতেন। বয়সের কারণে কানে কম শুনতেন। যে কারণে লাইনের পাশে বসে থাকলেও ট্রেনের হুইসেল শুনতে পাননি। সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইশ্বরদী মেইল লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর জখম হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি ফয়সাল আহসান আরও জানান, স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
মন্তব্য করুন