সাভারের আশুলিয়ার পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি আল-আজাদ মাসুদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ মে) সন্ধ্যায় চুল ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাসুদ ইয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন ভূঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী। পাশাপাশি তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ নিজেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড) কাস্টম কল্যাণ সমিতির সভাপতি দাবি করে প্রভাব বিস্তার করতেন। অভিযোগ রয়েছে, নির্বাচিত সদস্যদের তিনি মারধর করতেন এবং নিজের ক্ষমতার বাইরে কেউ গেলে হুমকি-ধামকির মাধ্যমে তাদের দমন করতেন।
সূত্র আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার পতনের সময় থেকে তিনি কিছুটা আত্মগোপনে চলে যান। সম্প্রতি তিনি বিএনপির একটি অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছিলেন বলেও অভিযোগ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, আল-আজাদ মাসুদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন