আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা
হবিগঞ্জে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টা থেকে প্রায় ৯টা পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া, জলসুখা হাটি, দক্ষিণ পাড়া, ইছবপুর, শঙ্খমহল এলাকায় এ ঘটনা ঘটে।

উল্লেখযোগ্য আহতরা হলেন- সাইকুল বেগম (৫০), জিয়া রহমান (৩৫), তকদির মিয়া (৪২), ইমন (২২), নাইম (২৪), সামিম (১৯), মছদ উল্লা (৬০), জয় (২০) মুসকুদ উল্লা (৫০) আলী নুর (১৪), ফয়সল (১৪)। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধ ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডা. রেজাউল করিম, বর্তমান ইউপি সদস্য আলাউদ্দিন মিয়া, জহুর হোসেন গং ও ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, সাবেক ইউপি সদস্য লিবাছ মিয়া ও রন্টি মিয়া গং-এর মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জেরে তাদের মধ্যে বিগত কয়েক মাসে বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। দশ দিন আগে ডা. রেজাউল করিমের ভাই সাবেক পুলিশ সদস্য জনি মিয়া, লিবাছ মিয়ার পক্ষের আজাদ মিয়ার পরিবারের একজনকে মারধর করেন। এরপর গত ৯ মে সকালে আজাদ মিয়ার লোকজন ডা. রেজাউল করিমকে মারধর করেন।

এরই জেরে সোমবার (১২ মে) বিকেলে ডা. রেজাউল করিমের পক্ষের জহুর হোসেন মিয়ার লোকজন লিবাছ মিয়ার পক্ষের আজাদ মিয়ার স্ত্রীকে মারধর করেন। এ নিয়ে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরুষসহ অন্তত ৪০ জন আহত হন।

ডা. রেজাউল করিম জানান, কিছুদিন আগে আমার ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করি। সোমবার ওই মামলায় পুলিশ আসামি ধরতে গ্রামে গেলে প্রতিপক্ষের লোকজন আমাদের লোকজনকে মারধর করে। মঙ্গলবার সকালে আবারও তারা কয়েকজনকে তারা ধাওয়া করে। এর প্রতিবাদে গ্রামবাসীর একাংশ একত্রিত হয়ে তাদের প্রতিহত করে। আমি মামলা দাযের করার পর থেকেই তাদের হুমকিতে আত্মগোপনে আছি।

ইউপি সদস্য লিবাছ মিয়া জানান, গতকাল জহুর হোসেন এবং ডা. রেজাউলের ভাই জনিসহ তাদের পরিবারের লোকজন আমাদের পক্ষের আজাদ মিয়ার স্ত্রীকে মারপিট করে। আজ সকালেও তারা আমাদের লোকজনদের মারার জন্য ধাওয়া করে। আমরা আমাদের লোকজনকে নিষেধ করেছি কোনো সংঘর্ষে না জড়াতে। তারপরও প্রতিপক্ষের লোকজন হামলা করলে আমরা আত্মরক্ষার্থে প্রতিহত করি৷ তারা আমাদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তারে বাধা দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা

কুয়েটে আবারও বিক্ষোভ, এখনো ক্লাসে ফেরেনি শিক্ষকরা

জাপানে চাকরির সুখবর দিল বোয়েসেল

বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড 

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই : হেফাজতে ইসলাম

ছাত্রশিবিরকে জড়িয়ে অব্যাহত মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ

শিক্ষার্থীদের ফ্রি কোরআন দিল জবি শিবির

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে ইউজিসিতে আবেদন জবিশিসের

১০

তীব্র উত্তেজনায় আদালতে রোষানলে পড়েন মমতাজ 

১১

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বিএনপি নেতাকে বহিষ্কার

১২

খুলনায় বছরে বাড়ছে ১ ডিগ্রি তাপমাত্রা, কী বলছেন বিশেষজ্ঞরা

১৩

রাজশাহীতে ডিপ্লোমা ও বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

১৪

হাসিনার ভয়ে যারা গর্তে ছিল তারাই সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

১৫

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি

১৬

আবারো ‘অপারেশন সিঁদুর’ চালাবে ভারত?

১৭

সঞ্চিতা রাখির ‘প্রাণের মানুষ’   

১৮

আ.লীগ নেতার হামলায় ছাত্রদলের ৫ কর্মী আহত

১৯

বাংলাদেশ ইউনিভার্সিটির ১৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

২০
X