নরসিংদীতে মিনহাজুর রহমান শ্রাবণ নামে জুলাই যোদ্ধাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে নরসিংদী সরকারি কলেজের মূল ফটকের সামনে মানববন্ধনে অংশ নেয় শিক্ষক, জুলাইযোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নরসিংদীতে জুলাই যোদ্ধাদের তালিকায় জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইভা আলমের মেয়ের নাম থাকা ও ভুয়া জুলাইযোদ্ধা তালিকাভুক্তির প্রতিবাদ করায় গত ৮ মে রাতে মিনহাজুর রহমান শ্রাবণকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে আওয়ামী দোসররা। আওয়ামী দোসরদের দ্বারা হামলা মেনে নেওয়া যায় না। এখন আওয়ামী দোসরদের নির্মমতাকে প্রশাসনের গাফিলতি বলেও উল্লেখ করেন তারা।
সেই সাথে আওয়ামী লীগ ও দোসরদের সর্বোচ্চ বিচার দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
জুলাইযোদ্ধা ও নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী তৌফিক মাহমুদ বলেন, আহত হওয়া মিনহাজুর রহমান শ্রাবনসহ আমরাই প্রথমে নরসিংদীতে জুলাই আন্দোলন শুরু করি। আজ শ্রাবণের রক্তমাখা কলেজ ড্রেস দেখলেই বুঝতে পারি আমরা কেমন আছি৷ এদেশে এখনও আওয়ামী লীগ আছে, আ.লীগের দোসররা নানা অপকর্ম করছে।
মাইদুল ইসলাম নেহাল নামে এক শিক্ষার্থী তার বক্তব্যে বলেন, এখনও আওয়ামী দোসররা অরাজকতা করছে। আমরা এসবের নিন্দা জানাই। প্রশাসনের কাছে প্রশ্ন, এখনও আওয়ামী লীগের ক্যাডাররা কীভাবে মাথাচারা দেয়? আমরা আন্দোলনের ইতিবাচক ফলাফল পাচ্ছি না। এমনকিছু পেলে কখনোই হত্যাচেষ্টা হতে পারে না। আমরা বিচার চাই৷
মন্তব্য করুন