খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে

খাগড়াছড়ি সদর হাসপাতাল। ছবি : কালবেলা
খাগড়াছড়ি সদর হাসপাতাল। ছবি : কালবেলা

খাগড়াছড়িতে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মো. আবদুর রহমান আবির (৭) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ির ভুয়াছড়ি বায়তুল আমান ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

শিক্ষকের মারধরে নিহত শিক্ষার্থী আবির খাগড়াছড়ি সদর উপজেলার ভুয়াছড়ি বায়তুল আমান ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী। সে জেলার পানছড়ির আইয়ুব আলী মেম্বার পাড়ার মো. সারোয়ার হোসেনের ছেলে।

অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. আমিনুল ইসলাম খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, শিক্ষক হাফেজ মো. আমিনুল ইসলাম মো. আবদুর রহমান আবির মারধর করেন। পরবর্তী সময়ে সে বমি করাসহ শারীরিক অসুস্থতা বোধ করলে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবিরের খালা আছিয়া খাতুন বলেন, অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. আমিনুল ইসলাম তাকে ফোন করে জানায়; আবির বমি করছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে আপনারা আসেন। কিন্তু হাসপাতালে আসার পর দেখলাম ছেলের মরদেহ পড়ে আছে। তার পাশে কেউ নেই। শিক্ষক তাকে রেখে পালিয়ে গেছে।

নিহত শিক্ষার্থী মো. আবদুর রহমান আবিরের চাচা মো. দেলোয়ার হোসেন বলেন, কিছুদিন আগে আমার ভাইয়ের ছেলেকে ভুয়াছড়ি মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি করা হয়েছে। হাফেজ না হয়ে মরদেহ হয়ে বাড়ি ফিরবে তা আমরা মানতে পারছি না। আমরা ওই শিক্ষকের বিচার চাই।

এ বিষয়ে বায়তুল আমান ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক ফরিদুর রহমান বলেন, আবির অসুস্থ ও বমি করছে জানানোর পর আমি তাকে হাসপাতালে নিয়ে যেতে বলি। পরে আবার ফোন করে আবিরের মৃত্যুর কথা জানানো হলে আমি হাফেজ আমিনুল ইসলামকে হাসপাতালে থাকতে বলি। পরে আমি হাসপাতালে এসে দেখি ছেলেটিকে রেখে ওই শিক্ষক চলে গেছে। তাকে ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি মো. আরিফুর রহমান জানান, শিশুটির শরীরে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন দেখা গেছে। শিশুটির মৃত্যুর পর থেকে ওই শিক্ষককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত

যুক্তরাষ্ট্রকে তুলাধুনা করলেন পুতিন

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা আছে

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা

কলেজছাত্রের মৃত্যুর খবরে হাসপাতাল অবরুদ্ধ ও ভাঙচুর

ইসরায়েলকে অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট ৪ দেশের

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

মধ্যযুগীয় কায়দায় প্রতিবন্ধীকে নির্যাতন

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৪

১৫

দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন

১৬

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

১৭

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

১৮

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

১৯

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

২০
X