সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সিলেট জকিগঞ্জ ১৯-বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে আটজন পুরুষ, ছয়জন নারী ও দুজন শিশু রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৪ মে) সকালে কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল কালবেলাকে জানান, বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। তারা বাংলাদেশের বাগেরহাট ও কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে, কিন্তু এখনো তারা বিজিবির হেফাজতে রয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার গণমাধ্যমে জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবি আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ (বুধবার) সকালে আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে আটক করা হয়। তাদের পরিচয় শনাক্তে জিজ্ঞাসাবাদ চলছে।
মন্তব্য করুন