যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ
তালিকায় ‘ভুয়া আহত’ অন্তর্ভুক্তি

যশোরে আহত জুলাইযোদ্ধাদের অনুদানের চেক বিতরণে হট্টগোল

যশোরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে হট্টগোলের চিত্র। ছবি : কালবেলা
যশোরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে হট্টগোলের চিত্র। ছবি : কালবেলা

যশোরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর জেলার ‘সি’ ক্যাটাগরির ৬৬ জন জুলাই যোদ্ধার প্রত্যেককে এক লাখ টাকার অনুদানের চেক বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা প্রণয়নে অসঙ্গতি তুলে আপত্তি জানিয়ে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

শহরের আলোচিত জাবির ট্র্যাজেডিতে নিহত সবাই শহিদের তালিকায় অন্তর্ভুক্ত হবে কিনা সেটি নিয়েও তারা প্রশ্ন তোলেন। একই সঙ্গে আহতের তালিকা প্রণয়নের স্বজনপ্রীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগ তোলেন। এ সময় পাল্টাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপন করেন ছাত্ররা। একইসঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকার বিষয়ে ব্যাখা দেয়া হয়। চেক বিতরণের সময় ছাত্ররা প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন ‘দালালি না রাজপথ, রাজপথ...।

এ বিষয়ে যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মারুফ হাসান সুকর্ণ বলেন, জুলাইযোদ্ধার তালিকায় নূর ইসলাম নামে একজনকে আহত হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু সে কোথাও আহত হয়নি। এমন অন্তত ১৫ থেকে ২০জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যারা কোনভাবেই আন্দোলনে সম্পৃক্ত ছিল না। এদের জুলাইযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তি জুলাই বিপ্লবের সঙ্গে বেইমানি করা হয়েছে।

এ বিষয়ে যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুলাহ আল মামুন লিখন বলেন, যশোর জেলায় ৬৬ জন আহতকে জুলাইযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ তালিকার অনেকেই দেখছি, যারা কোনভাবে আন্দোলনে আহত নয়। তাদেরকে জুলাইযোদ্ধা হিসেবে মানতে পারছি না। তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি করা হয়েছে। যারা জুলাইযোদ্ধা তাদের সঙ্গে কোন ভুয়া যোদ্ধা অন্তর্ভুক্ত হোক, এটা চাই না। অবিলম্বে যাচাই বাছাই করে প্রকৃত জুলাইযোদ্ধাদের চিহ্নিত করার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান বলেন, আমরা যারা আন্দোলন করেছি তাদের প্রায় সবাই কোন না কোনোভাবে আহত হয়েছি। কিন্তু ‘সি’ ক্যাটাগরির তালিকায় যাদের নাম দেখছি, তাদের অধিকাংশই আহত নন। আমরা তো আহতের তালিকায় নাম তুলিনি। তালিকা যাচাই বাছাই করা উচিত।’

জুলাই বিপ্লবে শহীদ ও আহত যাচাই বাছাই কমিটির সদস্য ও ছাত্রপ্রতিনিধি মেজবাহুর রহমান রামীম বলেন, শুধু যশোরে আন্দোলনে নিহত ও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। যশোরের বাইরে রাজধানী ও বিভিন্ন জেলায় আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে। আমরা সেই তালিকা যাচাই করেছি।’

এ বিষয়ে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, জেলার শহীদ ও আহতদের তালিকা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। ওই তালিকা জেলা যাচাই বাছাই কমিটি যাচাই করেছে। আমরা তালিকা প্রস্তুতি করিনি। যাচাই বাছাই কমিটিতে দুজন ছাত্র প্রতিনিধি ছিল। তারা সরেজমিনে যাচাইবাছাই করেছে। তারপরেও তালিকায় অসঙ্গতি থাকতে পারে। ছাত্রদের নেতৃত্বে যাচাই-বাছাই করে সংশোধনের সুযোগ আছে।’

হট্টগোলের একপর্যায়ে চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক নাজিবুল আলম, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

স্কুলের গাছ কাটা নিয়ে আড়াই ঘণ্টা সংঘর্ষ, আহত ২০

শীতে হাত-পা ঠান্ডা হওয়া কি চিন্তার কারণ

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

চমকে দিলেন তাহসানপত্নী রোজা

নদী অববাহিকায় ঘন কুয়াশা, নৌযান চলাচলে সতর্কবার্তা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

মুস্তাফিজকে না পেয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার

১০

শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলায় 

১১

বাবাকে তুলে নেওয়ার ঘটনায় মাদুরোপুত্রের হুংকার

১২

হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু : নাসীরুদ্দীন

১৩

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রলারের ২০ যাত্রী

১৪

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান আ.লীগ নেতার

১৫

এই ফেব্রুয়ারিতে প্রতিটি দিন চারবার, জানুন কারণ

১৬

শীতের সকালে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

১৭

কলকাতার ‘আক্ষেপ’ বাড়াল মুস্তাফিজ!

১৮

আজ বায়ুদূষণে শীর্ষে কাবুল, ঢাকার অবস্থান কত

১৯

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

২০
X