গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়ায় বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠানই সঠিকভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাশাপায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কয়ছর এম আহমদ বলেন, বাংলাদেশের মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। যখন একটি সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তখনই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। জনগণ যখন ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করবে তখনই এই সরকার জনগণের সরকার হবে। জনগণের নির্বাচিত সরকার যখন দেশের দায়িত্ব নেবে তখন সব প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে কাজ করবে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী।
মন্তব্য করুন