বরিশালের গৌরনদী থেকে পাচারকালে অর্ধকোটি টাকার চিংড়ি রেনুসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপপরিদর্শক মো. জুয়েল বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির নির্দেশে জব্দ রেনু আড়িয়াল খাঁর শাখা পালরদী নদীতে অবমুক্ত করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাতটার দিকে থানা পুলিশ গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ করে। এ সময় ট্রাকচালক মাসুদ হাসান ও বাবুল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ট্রাকচালকরা জানান, মেহেন্দীগঞ্জের রেনু ব্যবসায়ী এই চিংড়ি রেনু ভোলা থেকে মেহেন্দীগঞ্জ নিয়ে আসেন। সেখান থেকে ট্রলারযোগে গৌরনদী এনে ট্রাকে করে বাগেরহাট নিয়ে যাওয়ার পথে পুলিশ তাদের আটক করেছে।
ওসি আরও জানান, দুই ট্রাকে ৪০টি ড্রামে চিংড়ির রেনু ছিল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
গৌরনদী উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, অবৈধ রেনু পোনা আটকের ঘটনাটি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরিকে জানানো হয়। পরে তার নির্দেশে চিংড়ির রেনু আড়িয়াল খাঁর শাখা পালরদী নদীতে অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন