বরগুনার তালতলীতে এক যুবক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই করলেন দ্বিতীয় বিয়ে,। দ্বিতীয় বিয়ে করলেন ১৫ বছরের একটি মেয়েকে। এটি বাল্যবিয়ে। দেখাতে পারেননি কাবিননামাসহ কোনো প্রকার ডকুমেন্টসও।
জানা যায়, বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিতোইল বাড়িয়া গ্রামের বাসিন্দা মো. সিদ্দিক মাতুব্বরের ছেলে বেল্লাল মাতুব্বর (২৬) গত ৯ আগস্ট প্রেমের ফাঁদে ফেলে তামান্না আক্তার (১৫) নামে এক কিশোরীর সঙ্গে বাল্যবিয়ে করেন। তামান্না বরগুনার ফুলতলা প্রামের আব্দুল মতি হাং এর মেয়ে।
বিয়ের ব্যাপারে তামান্না বলেন, আমার সঙ্গে বেল্লালের ফেসবুকে প্রেম, তারপর বিয়ে। আমার স্বামী বেল্লাল মাতুব্বরের যে আগে প্রথম স্ত্রী রয়েছে তা আমি জানতাম না। আমার কাছে বিষয়টি গোপন করা হয়েছে। এ বিষয়ে প্রথম স্ত্রী বলেন, আমার স্বামী বেল্লাল মাতুব্বর আমার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। আমি যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে, আমার স্বামী বেল্লাল মাতুব্বর আমাকে মারধর করে বাসা থেকে বের হয়ে যায়। পরবর্তীতে আমি জানতে পারি, আমার স্বামী বেল্লাল মাতুব্বর গোপনে আরেকটি মেয়েকে বিয়ে করেছে। বিয়ে করার পরে আমার স্বামী বেল্লাল মাতুব্বর বউ নিয়ে বাড়িতে আসার পরে আমার কোনো খোঁজখবর নেয় না। আমার শ্বশুর-শাশুড়ি আর স্বামী উল্টো আমাকে মারধরসহ বিভিন্ন রকমের নির্যাতন করে। এ খবর আমার ভাই আর বাবা শুনতে পেয়ে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে বাবার বাড়িতে নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।
এ বিষয়ে তালতলী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে, আমি কোনো অভিযোগ পেলেই শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
মন্তব্য করুন