যশোরের মনিরামপুর মশিয়াহাটী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়সংলগ্ন একটি পুকুরে লাশ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। সকাল ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান কালবেলাকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তরুণীর নাম ও পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।
মন্তব্য করুন