শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

শরীয়তপুরে অপহরণে জড়িত থাকার অভিযোগে দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
শরীয়তপুরে অপহরণে জড়িত থাকার অভিযোগে দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

শরীয়তপুরের ডামুড্যায় অপহরণের শিকার হওয়া এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকা থেকে মো. সবুজ মোল্লা (৩৬) নামের এক যুবককে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর ওই চক্রের সদস্যরা ভিকটিমের বাবা মোহাম্মদ আলি মোল্লাকে ফোন করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে নিখোঁজ হওয়া ও মুক্তিপণের বিষয়টি তার পরিবার পুলিশকে জানালে শনিবার (১৭ মে) অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে একটি অপহরণ মামলা করে ভুক্তভোগী সবুজ মোল্লার বাবা মোহাম্মদ আলি মোল্লা।

পরে অপহৃতের মোবাইল ট্র্যাকিং ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সম্ভাব্য অবস্থান চিহ্নিত করে গতকাল শনিবার রাতে অভিযান চালানো হয়। এ সময় নরসিংদী র‍্যাব-১১ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় নরসিংদী সদর উপজেলার রায়পুরা এলাকা থেকে অপহৃত সবুজ মোল্লাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে অপহরণের অভিযোগে দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নরসিংদী রায়পুরা উপজেলার আদিয়াবাদ কান্দাপাড়া এলাকার তানভীর (২০) ও রুবেল মিয়া (২২)।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক কালবেলাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে প্রযুক্তি ব্যবহার করে ছায়া তদন্ত শুরু করি। অপহৃতের মোবাইল ট্র্যাকিং ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সম্ভাব্য অবস্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়। এ সময় নরসিংদী র‍্যাব-১১ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় নরসিংদী সদর উপজেলার রায়পুরা এলাকা থেকে অপহৃত সবুজ মোল্লাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে শরীয়তপুরের ডামুড্যা থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অপহরণের সঙ্গে জড়িতদের বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে অপহৃত যুবকের পরিবারের সদস্যরা ছেলেকে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ এবং পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে না এলে জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএর

মঙ্গলে প্রাণ নেই কেন? নতুন তথ্য দিল নাসা

২ লাখ টাকায় খুন করানো হয় প্রবাসী স্ত্রীকে, দাবি পুলিশের

এআইয়ের কারণে মাইক্রোসফট থেকে বাদ পড়ছে ৯ হাজার কর্মী 

০৩ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

সাড়ে ৩ কোটি টাকার হিসাব নেই কুবিতে

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

০৩ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১০

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার 

১১

‘আমার লক্ষ্য কেবল নির্বাচন নয়, জনগণের অধিকার নিশ্চিত করা’

১২

চাঁদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৩

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

১৪

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

১৫

ইসরায়েলের পতাকা হাতে ভিডিও ভাইরাল, মিস ইন্দোনেশিয়া থেকে তরুণী বাদ 

১৬

ইরানের পাঁচশ মিসাইলের মধ্যে ২০০টি ঠেকিয়ে ইসরায়েলের খরচ গেল কত?

১৭

নির্বাচিত সরকার ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না : লায়ন ফারুক

১৮

জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেয়া হবে : মুরাদ

১৯

সদস্যপদ নবায়ন কার্যক্রম গতিশীল করতে বৈঠক বিএনপির

২০
X