শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

শরীয়তপুরে অপহরণে জড়িত থাকার অভিযোগে দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
শরীয়তপুরে অপহরণে জড়িত থাকার অভিযোগে দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

শরীয়তপুরের ডামুড্যায় অপহরণের শিকার হওয়া এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকা থেকে মো. সবুজ মোল্লা (৩৬) নামের এক যুবককে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর ওই চক্রের সদস্যরা ভিকটিমের বাবা মোহাম্মদ আলি মোল্লাকে ফোন করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে নিখোঁজ হওয়া ও মুক্তিপণের বিষয়টি তার পরিবার পুলিশকে জানালে শনিবার (১৭ মে) অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে একটি অপহরণ মামলা করে ভুক্তভোগী সবুজ মোল্লার বাবা মোহাম্মদ আলি মোল্লা।

পরে অপহৃতের মোবাইল ট্র্যাকিং ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সম্ভাব্য অবস্থান চিহ্নিত করে গতকাল শনিবার রাতে অভিযান চালানো হয়। এ সময় নরসিংদী র‍্যাব-১১ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় নরসিংদী সদর উপজেলার রায়পুরা এলাকা থেকে অপহৃত সবুজ মোল্লাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে অপহরণের অভিযোগে দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নরসিংদী রায়পুরা উপজেলার আদিয়াবাদ কান্দাপাড়া এলাকার তানভীর (২০) ও রুবেল মিয়া (২২)।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক কালবেলাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে প্রযুক্তি ব্যবহার করে ছায়া তদন্ত শুরু করি। অপহৃতের মোবাইল ট্র্যাকিং ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সম্ভাব্য অবস্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়। এ সময় নরসিংদী র‍্যাব-১১ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় নরসিংদী সদর উপজেলার রায়পুরা এলাকা থেকে অপহৃত সবুজ মোল্লাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে শরীয়তপুরের ডামুড্যা থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অপহরণের সঙ্গে জড়িতদের বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে অপহৃত যুবকের পরিবারের সদস্যরা ছেলেকে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ এবং পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ নিয়ে অবস্থান জানাল সেনাবাহিনী

মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না : আল-খামেনি

মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য, জামায়াতের অবস্থান

সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে সাংবাদিক জিসানের মুক্তি দাবি

জমি নিয়ে বিরোধে যুবক খুন

অবৈধভাবে বাগদা রেনু শিকার, শত কোটি টাকার বাণিজ্য

শিক্ষার্থীদের ধাওয়ায় আহত যুবলীগ নেতা পেলেন জুলাই যোদ্ধার অনুদান

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের অত্যাধুনিক কারখানার উদ্বোধন

১০

যমুনার তীরে বেওয়ারিশ জাহাজ, চুরির অভিযোগে মামলা

১১

‘জাতীয় নির্বাচন বিলম্বিত করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে’

১২

একটি সম্পর্ক থামাতে গাজায় ৫৩ হাজার ফিলিস্তিনি নিহত

১৩

রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৪

দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

রমেকে নার্সেস স্টেশন অবরুদ্ধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন : মোস্তফা জামান

১৭

‘পুঁজিবাজারকে শক্তিশালী অবস্থানে উন্নীত করতে চায় সরকার’

১৮

ঢাবি উপাচার্য ও প্রক্টরকে ধন্যবাদ জানালেন সাম্যের বড় ভাই

১৯

থানায় এসে ভুয়া অতিরিক্ত ডিআইজি আটক

২০
X