মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় ভুয়া পরিচয় দিয়ে নিজেকে অতিরিক্ত ডিআইজি দাবি করা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সাইফুদ্দিন চৌধুরী ফয়েজ (৬৮)। তিনি শ্রীনগর থানাধীন মজিদপুর দয়হাটা গ্রামের মৃত হাসান উদ্দিন চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে সাইফুদ্দিন চৌধুরী ফয়েজ থানায় এসে নিজেকে অতিরিক্ত ডিআইজি পরিচয় দিয়ে একটি হারানো জিডি করার চেষ্টা করেন। এ সময় ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর গোলাম মোস্তফার কাছে নিজের পরিচয় তুলে ধরেন তিনি।
তবে অফিসারের কাছে তার আচরণ ও কথাবার্তায় সন্দেহজনক মনে হলে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি ২০০৬ সালে অবসরে গেছেন। বিষয়টি তার বয়সের সঙ্গে মিল না পাওয়ায় পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়।
পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ নিজে তাকে জিজ্ঞাসাবাদ করলে, পুলিশের বিভিন্ন পেশাগত বিষয়ে প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় এবং পরিস্থিতি আঁচ করতে পেরে শেষমেশ স্বীকার করেন যে তিনি ডিআইজি নন।
জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, তিনি একজন সুদের ব্যবসায়ী এবং পেশায় তাঁতিবাজারে লেনদেনের সঙ্গে যুক্ত।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে তিনি শ্রীনগর জেলহাজতে আটক রয়েছেন জানিয়েছে পুলিশ।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান, ‘লোকটি অতিরিক্ত ডিআইজি পরিচয় দিয়ে থানায় একটি হারানো জিডি করতে আসেন। পরিচয় যাচাইবাছাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়ে। পরে তাকে কৌশলে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া যায় যে তিনি একজন প্রতারক।’
ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীনগর থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন