সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১১:৪২ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাভার উপজেলা মিলনায়তনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
সাভার উপজেলা মিলনায়তনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা—গড়বে আগামীর শুদ্ধতা—স্লোগানকে সামনে রেখে সাভারে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।

সোমবার (১৯ মে) সকালে সাভার উপজেলা মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ শওকত আলী মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা-২ দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান ও সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান নঈম।

অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম ও দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।

ফাইনাল বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভাপতি ফাহিম শাকিল ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ডিবেটি অরগানাইজেশানের অনুষ্ঠান সম্পাদক সাদাত ইবনে ইসলাম।

ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয় সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) জহুরুল আলম বলেন, ‘দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সামগ্রিকভাবে সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে একযোগে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং তা কার্যকরভাবে প্রয়োগ করা জরুরি। দুর্নীতিবাজদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে যেন সাধারণ মানুষ ও গণমাধ্যম তথ্য পেতে পারে।’

তিনি বলেন, ‘দুদককে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রেখে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে। দুর্নীতি যে সামাজিক ব্যাধি তা বোঝাতে হবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে। রাজনীতিতে স্বচ্ছতা ও সদিচ্ছা আনতে হবে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কোনো অবস্থাতেই যেন অভিযুক্তরা রাজনীতিতে সক্রিয় থাকতে না পারে। সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।’

অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার প্রধান বিচারক সাংবাদিক ও বিতার্কিক জাফর ইকবাল বলেন, ‘দুদক এখনও সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়, তবে দেশকে অনেকাংশে দুর্নীতিমুক্ত করা সম্ভব।’

জাফর ইকবাল আরও বলেন, ‘আমাদের দেশে দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। আমাদের দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণরূপে দূর করতে রাষ্ট্র আন্তরিকতা দেখালেও কিছু ক্ষেত্রে আন্তরিকতার প্রমাণ রাখতে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রের পুরোপুরি স্বদিচ্ছা ছাড়া কখনোই কোন অবস্থাতেই দেশ থেকে পুরোপুরি দুর্নীতি নিবারণ সম্ভব নয়। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে : প্রেস সচিব

মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ট্রাম্পের বাণিজ্য বার্তার পর কমলো স্বর্ণের দাম

ঢাবি শিক্ষার্থী মুন্নাছ বাঁচতে চান

নেশাগ্রস্ত চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং: উপমা

শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  

নাটক নির্মাণে চিকন আলী 

ব্রিকসের দেশগুলোর ওপর আরও ১০ শতাংশ শুল্কের হুমকি

কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

১০

কোনাল-আমিনুলের ‘আমার কি হও তুমি’ 

১১

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির হুমকিতে ইউরোপীয় পণ্য, বিশ্ববাজারে অস্থিরতা

১২

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক

১৩

কেবিনে নেওয়া হয়েছে ফরিদা পারভীনকে

১৪

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৫

রেস্ট হাউসে নারীকাণ্ডের সেই ওসি প্রত্যাহার

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলা / শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আদেশের দিন ধার্য

১৭

নতুন প্রধান নির্বাহী পেল আইসিসি

১৮

রাফাল নিয়ে চীনের বিরুদ্ধে ফ্রান্সের বিস্ফোরক মন্তব্য

১৯

তিন বিভাগে অতি ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

২০
X