কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১১:৪২ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাভার উপজেলা মিলনায়তনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
সাভার উপজেলা মিলনায়তনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা—গড়বে আগামীর শুদ্ধতা—স্লোগানকে সামনে রেখে সাভারে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।

সোমবার (১৯ মে) সকালে সাভার উপজেলা মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ শওকত আলী মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা-২ দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান ও সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান নঈম।

অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম ও দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।

ফাইনাল বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভাপতি ফাহিম শাকিল ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ডিবেটি অরগানাইজেশানের অনুষ্ঠান সম্পাদক সাদাত ইবনে ইসলাম।

ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয় সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) জহুরুল আলম বলেন, ‘দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সামগ্রিকভাবে সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে একযোগে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং তা কার্যকরভাবে প্রয়োগ করা জরুরি। দুর্নীতিবাজদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে যেন সাধারণ মানুষ ও গণমাধ্যম তথ্য পেতে পারে।’

তিনি বলেন, ‘দুদককে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রেখে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে। দুর্নীতি যে সামাজিক ব্যাধি তা বোঝাতে হবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে। রাজনীতিতে স্বচ্ছতা ও সদিচ্ছা আনতে হবে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কোনো অবস্থাতেই যেন অভিযুক্তরা রাজনীতিতে সক্রিয় থাকতে না পারে। সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।’

অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার প্রধান বিচারক সাংবাদিক ও বিতার্কিক জাফর ইকবাল বলেন, ‘দুদক এখনও সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়, তবে দেশকে অনেকাংশে দুর্নীতিমুক্ত করা সম্ভব।’

জাফর ইকবাল আরও বলেন, ‘আমাদের দেশে দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। আমাদের দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণরূপে দূর করতে রাষ্ট্র আন্তরিকতা দেখালেও কিছু ক্ষেত্রে আন্তরিকতার প্রমাণ রাখতে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রের পুরোপুরি স্বদিচ্ছা ছাড়া কখনোই কোন অবস্থাতেই দেশ থেকে পুরোপুরি দুর্নীতি নিবারণ সম্ভব নয়। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সেরা ‘সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়’

ঝোপে পড়েছিল তিনটি অস্ত্র ও কার্তুজ

দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৭

নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ে রাজপথের কথা ভাবছে বিএনপি 

অসুস্থ গোরখোদক মনু মিয়ার শেষ ইচ্ছা হজে যাওয়া

মাটি খুঁড়ে ৭৪ কেজি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

এবার আমিরাতের কাছে হার বাংলাদেশের

কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ / নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছে সরকার

পুত্রবধূকে বেধড়ক পিটুনি, মৃত ভেবে পালিয়ে যান শ্বশুর-শাশুড়ি

সোহরাওয়ার্দী উদ্যানে ঝটিকা সফরে ঢাবি ভিসি

১০

আতাউর রহমান ভূঞা স্মরণে লেখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

১১

দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যা

১৩

ইশরাককে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে : সালাহউদ্দিন

১৪

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর মালিককে জেলে ভরে দিতে পারি’

১৫

আরব আমিরাতকে ২০৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১৬

যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর  

১৭

সিলেটে কৃষক হত্যায় তিন ভাইয়ের যাবজ্জীবন

১৮

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১৯

ট্রেনে ঝুলানো সেই মতিউরের রক্তমাখা প্যান্ট হাতে কাঁদছে মেয়ে

২০
X